গণসমাবেশ চলছে, ইন্টারনেটসেবা নিয়ে বিড়ম্বনা

নেতাকর্মীদের উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে কুমিল্লা নগরীর ঐতিহাসিক টাউন হল মাঠে দলটির কুমিল্লা বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে। সকাল ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও কুমিল্লা টাউন হল মাঠে শনিবার দুপুর ১২টার দিকে এই সমাবেশ শুরু হয়। সমাবেশের শুরুতে পবিত্র কোরআন, গীতা ও ত্রিপিটক পাঠের পর বিএনপির দলীয় সংগীত পরিবেশন করা হয়।
খালেদা জিয়ার মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি এবং নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিসহ নানা ঘটনায় বিএনপির চলমান সাংগঠনিক বিভাগীয় সমাবেশগুলোর ধারাবাহিকতায় শনিবার দলটির কুমিল্লা বিভাগীয় গণসমাবেশ করছে বিএনপি।
এরই মধ্যে মঞ্চে উপস্থিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন উর রশিদ ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মোস্তাক মিয়াসহ অন্যান্য নেতারা।
বিএনপির নেতারা জানিয়েছেন, সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন বিএনপির অসংখ্য নেতাকর্মী। অনেকেই এখনও পর্যন্ত পথে রয়েছেন। অন্য বিভাগীয় সমাবেশগুলোর মতো কুমিল্লাতেও ফাঁকা চেয়ার রাখা হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য। সমাবেশে সভাপতিত্ব করবেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও দলটির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক হাজি আমিনুর রশীদ ইয়াছিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে সকাল ৯টা থেকেই একের পর এক মিছিল নিয়ে টাউন হল মাঠে প্রবেশ শুরু করেন দলের নেতাকর্মীরা। মিছিলে মিছিলে যেন জনস্রোত নামতে শুরু করেছে টাউন হলের দিকে। সকাল ১০টার দিকে টাউন হল মাঠ দলের নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় ভরে যায়। এরপর সড়কগুলোতে অবস্থান নিতে শুরু করে দলটির নেতাকর্মীরা।
জেলা বিএনপির নেতারা জানান, কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা জেলার (কুমিল্লা দক্ষিণ, কুমিল্লা উত্তর ও মহানগর শাখা), চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার পাঁচটি শাখা বিএনপির উদ্যোগে এ বিভাগীয় সমাবেশ হচ্ছে। এটি বিএনপির অষ্টম বিভাগীয় গণসমাবেশ।
বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বলেন, ‘দুপুর ১টায় মঞ্চে উঠবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার আগে কেন্দ্রীয় অন্য নেতারা মঞ্চে এসে তাদের বক্তব্য দেবেন। ’
এদিকে, কুমিল্লায় বিএনপির সমাবেশস্থলে মোবাইলে ইন্টারনেটসেবায় বিঘ্ন ঘটছে। এতে সংবাদকর্মীদের কাজে সমস্যা হচ্ছে। একাধিক সংবাদকর্মী জানান, আগের সমাবেশগুলোতেও মোবাইল ইন্টারনেটসেবা বিঘ্নের খবর পাওয়া গেছে। এখানেও একই অবস্থা।
নাম প্রকাশ না শর্তে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ দুই কর্মকর্তা জানান, একটি টাওয়ারে সাধারণত যতটুকু ইন্টারনেট কাভার হয়, তার চেয়ে বেশি মোবাইল অ্যাকসেস হচ্ছে। তাই বাফারিং হচ্ছে।
তবে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজি আমিনুর রশীদ ইয়াছিনের দাবি, এটি সরকারের নির্দেশেই হয়েছে। আগের সমাবেশেও এমন হয়েছে। এগুলো করে নেতাকর্মীদের দমিয়ে রাখা যাবে না।
জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব জসিম উদ্দিন বলেন, ৭০ ফুট দৈর্ঘ্য ও ৩০ ফুট প্রস্থের মঞ্চে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি মঞ্চে বসবেন পাঁচটি ইউনিটের জ্যেষ্ঠ নেতারা। অন্যান্য বিভাগীয় গণসমাবেশের মতো কুমিল্লাতেও খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য চেয়ার ফাঁকা রাখা হয়েছে। এরই মধ্যে টাউন হল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। এখন নগরীর সড়কগুলোও সমাবেশস্থলে পরিণত হতে শুরু করেছে।
এ সমাবেশকে ঘিরে গত কয়েকদিন ধরে প্রাণচাঞ্চল্য হয়েছে উঠেছে দলটির নেতাকর্মীরা। কুমিল্লা নগরীর প্রতিটি এলাকা ছেড়ে গেছে দলের নেতাকর্মীদের পোস্টার, ব্যানার আর ফেস্টুনে। বিশেষ করে সমাবেশস্থল ও এর আশ-পাশে ব্যানার-ফেস্টুন লাগানোর জন্য কোনো জায়গা ফাঁকা থাকতে দেখা যায়নি।
সাম্প্রতিককালে দেশের বিভিন্ন বিভাগীয় শহরে দলটির গণসমাবেশের সময় হঠাৎ পরিবহন ধর্মঘটের ঘটনা ঘটনায় আগাম প্রস্তুতি হিসেবে দুদিন আগ থেকেই কুমিল্লা নগরীতে আসতে শুরু করেন দলের নেতাকর্মীরা। বিশেষ করে শুক্রবার যেন কুমিল্লা নগরীতে স্রোত নেমেছে দরের নেতাকর্মীদের।
গত কয়েকদিন ধরে দিনরাত এক করে প্রচারণা চালিয়ে যাওয়া কুমিল্লার বিএনপির নেতারা বলছিলেন, দলের নেতাকর্মীসহ লক্ষাধিক মানুষের সমাগম ঘটিয়ে স্মরণকালের বৃহৎ সমাবেশ করবেন তারা। এজন্য সকল বাধা উপেক্ষা করে গণসমাবেশ সফল করতে তারা ব্যাপক প্রস্তুতিও নিয়েছেন। তবে শুক্রবার বিএনপির কেন্দ্রীয় নেতারা সংবাদ সম্মেলন করে দাবি করেছেন, সমাবেশের একদিন আগেই এরই মধ্যে লক্ষাধিক নেতাকর্মী জড়ো হয়ে গেছে কুমিল্লাতে। পরিবহন ধর্মঘটহীন এবারই প্রথম সমাবেশ অনুষ্ঠিত হতে যাওয়ায় এমনটা হয়েছে বলে মনে করছেন দলটির নেতারা। এজন্য কুমিল্লার সমাবেশে নিজেদের সাংগঠনিক শক্তির জানান দিতে চায় দলটি।