বিদেশিদের হস্তক্ষেপে কোনো রাষ্ট্ররই কল্যাণ হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

বিদেশিদের কাছে মায়াকান্না না করে জনগণের কাছে যেতে বিএনপিকে পরামর্শ দিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বিরোধীদলগুলো বিদেশিদের কাছে না গেলে তাদেরও মঙ্গল দেশেরও মঙ্গল। বিরোধীদল বলেন, সরকার বলেন দেশটা আসলে সবার। তারাও হয়ত অনেক সময় বিদেশিদের কাছে যেতে চান না। কিন্তু অনেক সময় পথভ্রষ্ট হয়ে চলে যান। বিদেশিদের হস্তক্ষেপে কোনো রাষ্ট্ররই কল্যাণ হয়নি। এদেশের মানুষ যাকে মনে করবে তাকেই ভোট দেবেন।
শনিবার ঢাকায় ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে ফরেন অফিস স্পাউসেস অ্যাসোসিয়েশনের (ফোসা) উদ্যোগে নব্যাপী ‘আন্তর্জাতিক চ্যারিটি বাজার’ উদ্বোধন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন।
দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপের বিরুদ্ধে সময় হলে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখন কেন ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না ।
মোমেন বলেন, ‘বিদেশি দূতরা কোড অব কনডাক্ট না মানলে শক্তিশালী দেশগুলো চাইলেই ব্যবস্থা নিতে পারে। কিন্তু শক্তি না থাকায় আমরা সে পথে যেতে পারছি না। তবে সময় হলে বাংলাদেশও অ্যাকশনে যাবে।’
এ সময় পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে এক গাদা রুশ কূটনীতিকের বহিষ্কার করার বিষয়টি টেনে বলেন, ‘আমেরিকা তাদের গত নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে রাশিয়ার ২০-২১ জন কূটনীতিককে বের করে দিয়েছিল। এছাড়া আমেরিকার অভ্যন্তরীণ সংস্থা রাশিয়াকে সহযোগিতা করার সন্দেহে তাদেরকেও নিষেধাজ্ঞা দিয়ে বন্ধ করে দিয়েছিল।’
মোমেন বলেন, ‘তারা শক্তিশালী দেশ হওয়ায় সহজেই এসব পদক্ষেপ নিতে পারে। তবে আমাদের সেই শক্তি কিংবা সামর্থ্য নেই, তাই আমরা এ পদক্ষেপ নেইনি। তবে সময় হলে আমরাও অ্যাকশনে যাব।’