প্রকাশিত : ৩ ডিসেম্বর, ২০২২ ১৫:৪৯

দলীয় সংগীতের মধ্য দিয়ে বিএনপির গণসমাবেশ শুরু

অনলাইন ডেস্ক
দলীয় সংগীতের মধ্য দিয়ে বিএনপির গণসমাবেশ শুরু

রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসামাবেশ শুরু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী নগরীর ফায়ার সার্ভিস মোড় সংলগ্ন হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে (সাবেক সরকারি মাদরাসা) সমাবেশ শুরু হয়। অন্যান্য গণসমাবেশের মতো রাজশাহীতেও ফাঁকা রাখা হয়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন।

নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন দাবিতে গত ৮ অক্টোবর থেকে প্রতি শনিবার দেশজুড়ে বিভাগীয় গণসমাবেশ করছে জাতীয়তাবাদী এই দলটি।

এ পর্যন্ত আটটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নবম সমাবেশটি আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে রাজশাহীত।

রাজশাহী বিভাগীয় গণসমাবেশে মহানগর বিএনপির সদস্যসচিব মামুনুর রশিদ সঞ্চালনা করছেন। সভাপতিত্ব করছেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এ ছাড়া জাতীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত আছেন। এদিকে সময় যত বাড়ছে মাঠে নেতাকর্মীদের উপস্থিতি তত বাড়ছে। বিভিন্ন এলাকা থেকে লোকজন ছোট ছোট মিছিল নিয়ে পায়ে হেঁটে আসছে রাজশাহীর সমাবেশস্থলে। ইতোমধ্যে জনতার ভিড়ে মাদরাসা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।

বিএনপির গণসমাবেশ শুরু করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। এতে অংশ নেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংঘ। এ সময় সংগীতশিল্পীরা গান পরিবেশন করেন। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশসহ বিভিন্ন দলীয় সংগীত পরিবেশন করা হয়।

সকাল থেকেই রাজশাহী নগরীর ফায়ার সার্ভিস মোড় সংলগ্ন হাজী মুহম্মদ মুহসীন স্কুল মাঠে (মাদরাসা মাঠে) আসতে শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। ভোর ৬টা থেকেই মাঠে আসতে শুরু করেন তাঁরা। খণ্ড খণ্ড মিছিল ও স্লোগান দিতে দিতে মাঠে জড়ো হন তাঁরা। এর আগের তিন দিন ধরে তাঁরা পাশের ঈদগাহ মাঠে অবস্থান করছিলেন। আজ সকালে সমাবেশস্থল উন্মুক্ত করা হলে তারা এখানে আসতে শুরু করেন। সকাল ৯টার দিকে পুরো মাঠ নেতাকর্মীদের উপস্থিতিতে প্রায় ভরে যায়।

গণসমাবেশকে কেন্দ্র করে গত বুধবার থেকেই বিএনপি নেতাকর্মীরা রাজশাহীতে আসতে শুরু করেন। গতকাল রাতে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হন রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে।

প্রসঙ্গত চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুর, সিলেট, কুমিল্লার পর আজ (০৩ ডিসেম্বর) রাজশাহীতে গণসমাবেশ করছে বিএনপি। রাজশাহীর মাদরাসা মাঠে সমাবেশের আয়োজন সম্পূর্ণ হয়েছে। এটি বিএনপির নবম বিভাগীয় গণসমাবেশ।

উপরে