নিত্য পণ্যের দাম নিযন্ত্রণে রাখতে সব ধরনের চেষ্টা করবে সরকার
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, রমজানে নিত্য পণ্যের দাম নিযন্ত্রণে রাখতে সব ধরনের চেষ্টা করবে সরকার।
রবিবার (৪ ডিসেম্বের) বাণিজ্য মন্ত্রণালয়ে আমদানি-রপ্তানিসহ সার্বিক ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে বাণিজ্য সহায়ক পরামর্শক কমিটির সভা শেষে একথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। এলসি খোলা সংক্রান্ত কিছু জটিলতা নিরসনেও বাংলাদেশ ব্যাংকে বলা হয়েছে।
তিনি বলেন, সরকার নির্ধারিত দামে চিনি বিক্রি হচ্ছে না। তবে পণ্যবিক্রিকারীরা সবাই ফেরেশতা নয়। নিজেরা নিজেদের মতো করে চিনি বিক্রি করছে। তবে হিসেব অনুযায়ী দেশে চিনির পর্যাপ্ত মজুদ রয়েছে। কোনো সমস্যা হওয়ার কথা নয়। চিনির দাম কমানোর জন্য প্রয়োজনে ডিউটি কমানো হবে।
টিপু মুনশি বলেন, দেশের সকল বাণিজ্যিকসহ দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনায় একটি কোঅর্ডিনেশন কমিটি করা হবে।

অনলাইন ডেস্ক