প্রকাশিত : ৮ ডিসেম্বর, ২০২২ ১৩:১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত লি জিমিং।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল গণভবনে এ সাক্ষাৎ করেন তিনি।

চীনের রাষ্ট্রদূত লি জিমিং ২০১৯ সালের আগস্ট মাসে ঢাকায় আসেন। তিনি ঢাকা মিশনে যোগদানের পর চীনে কোভিড-১৯ মহামারি শুরু হয়। কোভিড-১৯ প্রতিরোধে বাংলাদেশ ও চীনের মধ্যে সহযোগিতায় অগ্রণী ভূমিকা পালন করেন লি জিমিং।

লি জিমিং ঢাকায় দায়িত্ব পালনকালে বাংলাদেশে সফর করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং আই। তার সেই সফরে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তিও সই হয়। লি জিমিং ঢাকায় থাকাকালে চীনের সহায়তায় পদ্মা সেতু ও কর্ণফুলী টানেলের মতো বৃহৎ প্রকল্পের অগ্রগতি হয়েছে।

বাংলাদেশে দায়িত্ব পালনের শেষদিকে রংপুর অঞ্চলে চীনা সহায়তা প্রকল্প পরিদর্শন করেন লি জিমিং। সে সময় তিস্তা নদী এলাকাও ঘুরে দেখেন। তিস্তা প্রকল্পে চীনের আগ্রহের কথাও জানান তিনি।

উপরে