প্রকাশিত : ৯ ডিসেম্বর, ২০২২ ২০:১৬

পরিস্থিতি সংঘাতের দিকে যাচ্ছে : জাফরুল্লাহ

অনলাইন ডেস্ক
পরিস্থিতি সংঘাতের দিকে যাচ্ছে : জাফরুল্লাহ

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশকে কেন্দ্র করে সরকার ৩৩ হাজার পুলিশ ও আনসার সদস্যদের ঢাকায় এনেছে। সংলাপে না গিয়ে পরিস্থিতি সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে সরকার৷ প্রধানমন্ত্রী ভুল করছেন। সংঘাত থেকে সরে না আসলে তার বিপদ আসবে৷

আজ শুক্রবার (৯ ডিসেম্বর) রাজধানীর তোপখানা রোডে গণতন্ত্র মঞ্চ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুল পথে হাঁটছেন মন্তব্য করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, আপনার পিতার ভুল থেকে শিক্ষা নিন। নইলে পিতার মতো পরিস্থিতি হবে। আপনি চায়ের দাওয়াত দিয়ে গুলি করছেন, জেলে পুরছেন।

এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, সমাবেশের স্থান নয়াপল্টনকে বেআইনি তকমা দিয়ে ক্র‍্যাকডাউনে নেমেছে পুলিশ।

সংবাদ সম্মেলনে আ স ম রব, মাহমুদুর রহমান মান্না, জোনায়েদ সাকিসহ অনেকে উপস্থিত ছিলেন।

উপরে