রসিক নির্বাচন: প্রতীক বরাদ্দের পর জমে উঠেছে নির্বাচনী প্রচারণা

রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনে প্রতীক বরাদ্দের পর থেকে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা। শীত উপেক্ষা করে পথসভা, গণসংযোগ, মিছিল, মাইকিং, উঠান বৈঠক করে যাচ্ছেন মেয়র, কাউন্সিলর ও নারী কাউন্সিলর প্রার্থীরা।
রাত দিন চষে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থী ও তাদের সমর্থকরা। তাই প্রার্থীদের এখন দম ফুরানোর ফুসরত নেই। এদিকে পোস্টারে ছেয়ে গেছে নগরীর গুরুত্বপূর্ণ মোড়সহ অলিগলি। দেশের দ্বিতীয় বৃহত্তম এই সিটি কর্পোরেশনে তৃতীয় বারের মতো নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৭ ডিসেম্বর।
নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী গত ৯ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হয়।
রোববার ( ১১ ডিসেম্বর) দুপুরে নগরীর পার্কেমোড়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে, লালবাগসহ বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে রশির সাথে আঠা দিয়ে লাগিয়ে, গাছে, বিদ্যুৎ পিলারের খুঁটিতে পোস্টারিং করছে মেয়র ও কাউন্সিলর প্রার্থীর কর্মীরা।
রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে নয়জন মেয়রসহ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী ২৫৫ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছেন নির্বাচন কমিশন।
গত শুক্রবার সকালে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন। এসময় মেয়র পদে ৯ জন, ১১টি সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর পদে ৬৭ জন, ৩৩ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৭৯ জনসহ মোট ২৫৫ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। এরপরই প্রার্থীরা ইশতেহার ঘোষণাসহ আনুষ্ঠানিক প্রচারণায় নেমে পড়েন।
নির্বাচনে মেয়র পদে সাবেক মেয়র জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা (লাঙ্গল), আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া (নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল (হাতপাখা), জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের (ইনু) প্রার্থী শফিয়ার রহমান (মশাল), খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মন্ডল রাজু (দেয়াল ঘড়ি), জাকের পার্টির খোরশেদ আলম (গোলাপ ফুল), বাংলাদেশ কংগ্রেসের আবু রায়হান (ডাব), স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান বনি (হাতি) ও মেট্রোপলিটন কোতোয়ালী থানা আওয়ামী লীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলনকে (হরিণ) প্রতীক দেয়া হয়েছে।
তৃতীয় বারের মতো রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, ২৭ ডিসেম্বর ২২৯টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।
২০১২ সালের ২৮ জুন পৌরসভার ১৫টি ওয়ার্ডের সঙ্গে বর্ধিত এলাকার (সাবেক সদর উপজেলার কয়েকটি ইউনিয়ন সহ) আরও ১৮টি ওয়ার্ড যুক্ত করে মোট ৩৩টি ওয়ার্ড নিয়ে রংপুর সিটি কর্পোরেশন গঠন করা হয়। এরপর ওই বছরের ২০ ডিসেম্বর অনুষ্ঠিত প্রথম নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝণ্টু প্রথম নগরপিতা হিসেবে নির্বাচিত হন। ২০১৭ সালের ২১ ডিসেম্বর দ্বিতীয় নির্বাচনে ভোটার ছিল ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪ জন।জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা মেয়র নির্বাচিত হন। বর্তমানে এই সিটির জনসংখ্যা প্রায় ১০ লাখ। ভোটার রয়েছেন ৪ লাখ ২৬ হাজার ৪৬৯ জন।