ফারদিনের মৃত্যু নিয়ে র্যাব-ডিবির তদন্তে সন্তুষ্ট সহপাঠীরা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিনের মৃত্যু নিয়ে র্যাব ও ডিবি পুলিশ যে তথ্য প্রমাণ দেখিয়েছে তাতে সন্তোষজনক উত্তর পেয়েছেন বলে জানিয়েছেন সহপাঠীরা।
শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে ৫টায় বুয়েটের শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বুয়েটের শিক্ষার্থীরা।
ফারদিনের মৃত্যুর ঘটনায় আর কোনো কর্মসূচি দেবেন না বলে জানিয়েছেন তার সহপাঠীরা।
এক প্রশ্নের জবাবে বুয়েট শিক্ষার্থীরা জানান, ফারদিনের মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা সেই বিষয়ে তারা কোনো মন্তব্য করতে চান না। তবে র্যাব ও ডিবির তথ্য প্রমাণে তারা সন্তুষ্ট। এই নিয়ে তারা আর কোনো প্রশ্ন তুলবে না।
আরও জানান, ফারদিনের বাবা যদি আগামীতে কোনো আইনানুগ পদক্ষেপ নেন বা আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে ফারদিনের মৃত্যুর ঘটনায় অন্য কিছু বেরিয়ে আসলে তখন আবার নতুন করে কর্মসূচিতে দেওয়া হতে পারে বলে জানান তারা। তবে আপাতত কোনও কর্মসূচি দেওয়া হবে না।
এর আগে, র্যাব ও ডিবি জানায়, বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশের মৃত্যুর ঘটনাটি আপাতত আত্মহত্যা বলে প্রতীয়মান হচ্ছে।
গত বুধবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও র্যাবের পক্ষ থেকে বলা হয়, ফারদিন ডেমরা সেতু থেকে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন। তাৎক্ষণিকভাবে এ দাবি প্রত্যাখ্যান করে বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন ফারদিনের সহপাঠীরা।
পরদিন বৃহস্পতিবার দুপুরে মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিবিপ্রধান মোহাম্মদ হারুন-অর-রশীদ বলেন, তিনি (ফারদিন) হত্যাকাণ্ডের শিকার হননি, হতাশা থেকে তিনি নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। নিখোঁজ হওয়ার আগে ঢাকার বিভিন্ন এলাকায় একা একাই ঘুরে বেড়িয়েছেন।