জাতীয় নির্বাচনে কত আসনে ইভিএম, সিদ্ধান্ত জানুয়ারিতে

জানুয়ারি মাসের মধ্যেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে কত আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে সে বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, বর্তমানে যে পরিমাণ ইভিএম আছে, তা দিয়ে ৭০ আসনে ভোটগ্রহণ করা যাবে। বাকি আসনের ব্যাপারটি নির্ভর করছে, কত বাজেট পেলাম তার ওপর।
তাই কত আসনে ইভিএমে ভোট হবে তা জানুয়ারির মধ্যেই জানা যাবে বলেও উল্লেখ করেন তিনি।
এই নির্বাচন কমিশনার বলেন, জানুয়ারিতে যদি পর্যাপ্ত বাজেট পাওয়া যায়, তাহলে ১৫০ আসনে ইভিএমে ভোট হবে। কিন্তু বাজেট ফেব্রুয়ারিতে পেলে তা সম্ভব হবে না।