ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার ঢাকা আসছেন

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানি বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) এক ঝটিকা সফরে প্রায় ১২ ঘণ্টার জন্য ঢাকায় আসছেন। তিনি ইরানের
পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিকবিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী ও শীর্ষ পরমাণুবিষয়ক আলোচক।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র এ তথ্য জানিয়েছে।
আলী বাঘেরি কানি বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এ ছাড়া তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
আলী বাঘেরি কানি গত সেপ্টেম্বরে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মর্যাদার রাজনৈতিকবিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান। ঢাকায় আসছেন দুই দেশের সম্পর্কোন্নয়ন ও বাণিজ্য সহযোগিতা জোরদারের উদ্দেশ্যে। বৃহস্পতিবার রাতেই তার সফর শেষে ঢাকা ছাড়ার কথা রয়েছে।