১০০টি মহাসড়ক উদ্বোধন প্রধানমন্ত্রীর

দেশের বিভিন্ন স্থানে তৈরি করা ১০০টি মহাসড়ক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২১ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব মহাসড়ক উদ্বোধন করা হয়।
প্রধানমন্ত্রী ১০০টি সড়কের নাম তার বক্তব্যে উল্লেখ করেন।
তিনি বলেন, যুদ্ধে হানাদার বাহিনী সড়কসহ যে ধ্বংস চালিয়েছিলো বঙ্গবন্ধু মাত্র সাড়ে তিন বছরে এদেশের মানুষকে নিয়ে তা পুর্নগঠন করেন। এর পরে তাকে হত্যা করা হয়। বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ দশ বছরে সমৃদ্ধ উন্নত দেশে পরিণত হত। আজ সিঙ্গাপুরের কথা বলা হচ্ছে। বঙ্গবন্ধুকে হত্যা না করা হলে বাংলাদেশ বিশ্বে হত উন্নয়নের উদাহরণ। প্রধানমন্ত্রী বলেন, আগে স্যান্ডেল হাতে নিয়ে চলতে হত। এখন মানুষ জুতা পরে সড়কে হাটছে।
তিনি যাত্রীদের উদ্দেশ্য বলেন, সড়কে ময়লা ফেলবেন না। সঙ্গে ময়লা রাখার ব্যাগ নিয়ে যাবেন এবং সঠিক জায়গায় ফেলবেন।
দুর্ঘটনার সময় গণপিটুনী থেকে চালককে রক্ষা করলে অনেক মৃত্যু কমে আসবে।
শেখ হাসিনা বলেন, আমরা বিশ্বাস করি সাধারণ মানুষের উন্নয়নে। ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গড়ে তৃলতে হবে। এ জন্য ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব।
প্রধানমন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশে প্রযুক্তির মাধ্যমে সবকিছু হবে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, পরবর্তী মিশন ২০৪০ স্মার্ট বাংলাদেশ। এ মিশন সফল হবে না যদি রাস্তা ও পরিবহন শৃঙ্খলা না থাকে। আমাদের রাস্তাগুলোকে রক্ষা করতে হবে। খুলনা-যশোর সড়কের অবস্থা খুবই খারাপ। এ রকম সড়ক স্মার্ট বাংলাদেশের অন্তরায়।সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীনে ৫০টি জেলায় এসব মহাসড়ক তৈরি করা হয়েছে।
এর আগে গত ৭ নভেম্বর দেশের ২৫টি জেলায় নির্মিত ১০০টি সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।