জীবন থাকতে বাংলাদেশের স্বার্থ নষ্ট হবে না

বৈশ্বিক চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশের বর্তমান মাথা পিছু আয় ২৮২৪ মার্কিন ডলার। বাংলাদেশ যখন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন করছে তখন দেশ উন্নত মর্যাদায় উন্নীত হয়েছে। তাই নিজের জীবন থাকতে বাংলাদেশের স্বার্থ নষ্ট হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, জীবন থাকতে দেশের এতটুকু স্বার্থ নষ্ট হবে না। দেশ কারো হাতে তুলে দেব না।
শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। তবে একটা বাধা করোনা, অপরটি যুদ্ধ। এইজন্য আমার আহ্বান আমরা যুদ্ধ চাইনা। যুদ্ধ চাইনা সেকশন চাইনা, এগুলো বন্ধ করুন। সকল দেশ স্বাধীন। স্বাধীনভাবে তার চলার অধিকার আছে। এই অধিকার সকল দেশের থাকতে হবে।
শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, যুদ্ধ মানুষের ক্ষতি করে। যুদ্ধের ভয়াবহতা কি- তা আমরা জানি। একাত্তর সালে বন্দি খানায় ছিলাম। আমার প্রথম সন্তান সে ওই বন্দি খানায় জন্ম নিয়েছিল। যুদ্ধের সময় সবথেকে মেয়েরা ক্ষতিগ্রস্ত হয়, শিশুরা ক্ষতিগ্রস্ত হয়। মানবাধিকার লঙ্ঘিত হয়। এজন্য যুদ্ধ চাইনা।
তিনি বলেন, বিশ্ব নেতৃত্বের কাছে আহবান করব ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করেন। তাদেরকে উসকানি দেওয়া বন্ধ করেন।আমরা শান্তি চাই। কোভিডের অভিঘাত থেকে কেবল-ই আমরা বেরিয়ে আসছিলাম। এখন এই সেকশস সকল অগ্রযাত্রাকে নষ্ট করছে।