শেখ হাসিনা ফের আওয়ামী লীগের সভাপতি

২২তম জাতীয় সম্মেলনে সরকারে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনাকেই ফের সভাপতি হিসেবে বেছে নিয়েছেন কাউন্সিলররা। এ নিয়ে টানা দশমবারের মতো ঐতিহাসিক দলটির কাণ্ডারির ভূমিকা পালন করবেন জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা।
শনিবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে এই কমিটি ঘোষণা করা হয়।
১৯৮১ সাল থেকে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন শেখ হাসিনা। দলে এখনও তার বিকল্প তৈরি হয়নি বলে মনে করেন নেতাকর্মীরা।
কাউন্সিল অধিবেশন শুরুর পর ৮ বিভাগের ৮ জন কাউন্সিলর বক্তব্য দেন। এছাড়া সংশোধিত ঘোষণাপত্র, গঠনতন্ত্র ও কোষাধ্যক্ষের প্রতিবেদন উপস্থাপন করা হয়। সেগুলি কাউন্সিলরদের কণ্ঠভোটে পাশ হওয়ার পর দলের সভাপতি ও সাধারণ সম্পাদক সমাপনী বক্তব্য দেন।
কাউন্সিল অধিবেশনের শেষ পর্বে রেওয়াজ অনুযায়ী দলীয় সভাপতি শেখ হাসিনা আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। এরপরই মঞ্চে আসেন তিন সদস্যের নির্বাচন কমিশন।
দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুনের নেতৃত্বে নির্বাচন কমিশনের অপর দুই সদস্য দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য মসিউর রহমান ও সাহাবুদ্দিন চুপ্পু।
দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু সভাপতি পদে আবারও শেখ হাসিনার নাম প্রস্তাব করেন। তাতে সমর্থন দেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান।
অন্য কোনো নামের প্রস্তাব না থাকায় ইউসুফ হোসেন হুমায়ুন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে শেখ হাসিনাকে টানা দশমবারের মতো সভাপতি পদে নির্বাচিত ঘোষণা করেন।