প্রকাশিত : ১ জানুয়ারী, ২০২৩ ১৩:১৮

পোপ বেনেডিক্টের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

অনলাইন ডেস্ক
পোপ বেনেডিক্টের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

খ্রিস্টানদের সাবেক ধর্মগুরু ষোড়শ পোপ বেনেডিক্টের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তাঁর আত্মার শান্তি কামনা করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক শোক বার্তায় বলেন, ‘পোপ বেনডিক্ট-এর অহিংস নীতি ও সর্বজনীন শান্তি প্রতিষ্ঠা সব সময় স্মরণীয় হয়ে থাকবে। ’

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাবেক ধর্মগুরু পোপ ষোড়শ বেনেডিক্ট শনিবার (৩১ ডিসেম্বর) মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।

বেনেডিক্ট ২০১৩ সাল পর্যন্ত আট বছরেরও কম সময় ক্যাথলিক চার্চের নেতৃত্ব দেন। ১৪১৫ সালে দ্বাদশ পোপ গ্রেগরির পর তিনিই প্রথম পদত্যাগ করেছিলেন। বেনেডিক্ট জীবনের শেষ বছরগুলো ভ্যাটিকানের দেয়ালের মধ্যে মেটার ইক্লেসিয়া মঠে কাটিয়েছেন। তাঁর উত্তরসূরি পোপ ফ্রান্সিস প্রায়ই সেখানে তাঁকে দেখতে যেতেন।

উপরে