প্রকাশিত : ৩ জানুয়ারী, ২০২৩ ২১:৩৩

সুন্দর নির্বাচন উপহার দিতে আমরা প্রস্তুত: ইসি আহসান

অনলাইন ডেস্ক
সুন্দর নির্বাচন উপহার দিতে আমরা প্রস্তুত: ইসি আহসান

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান (অব.) বলেছেন, ‘আমরা এতটুকু বলতে পারি যে, কোনো অনিয়মকে একেবারেই প্রশ্রয় দেব না। আমরা নির্বাচনটাকে সুন্দর করে জাতির কাছে উপহার দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছি এবং আমরা প্রস্তুত।’

আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নিজ দপ্তরে ইসি আহসান এ কথা বলেন।

আহসান হাবিব খান বলেন, ‘আমরা কোনো প্রকার অনিয়ম, পক্ষপাতিত্ব বা অস্বচ্ছতা প্রশ্রয় দিই না এবং ভবিষ্যতেও দেব না। গাইবান্ধা নির্বাচনে যেটার প্রতিফলন হয়েছিল। সেটা আবার হতে যাচ্ছে, আমাদের কাছে কোনো ছাড় নেই।’

আহসান হাবিব খান আরও বলেন, ‘গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন সুষ্ঠু এবং অবাধ করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আপনারা জানেন, অনিয়মের কারণে এই গাইবান্ধা উপনির্বাচন বন্ধ করা হয়েছিল। সেই অভিজ্ঞতার আলোকে সতর্কতার সঙ্গে গাইবান্ধার প্রতিটি সিচুয়েশন আমরা পর্যবেক্ষণ করছি, নির্দেশনা দিচ্ছি এবং অ্যাকশান নিচ্ছি।’

এক প্রশ্নের জবাবে ইসি আহসান বলেন, ‘সম্পূর্ণভাবে আমরা, জেলা প্রশাসন, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী, আমাদের রিটার্নিং কর্মকর্তা এবং আমাদের কর্মকর্তা; তারা একসঙ্গে কাজ করে সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রস্তুত।’

এ নির্বাচন কমিশনার আরও বলেন, ‘যে সব ছোটখাটো ঘটনা ঘটেছে প্রচারণার সময় বা প্রচারণা বন্ধ হলেও কেউ কেউ প্রচারণার চেষ্টা করেছে, আমরা কিন্তু তা কঠিন হাতে দমন করেছি। পুলিশ বা জেলা প্রশাসনের মাধ্যমে তদন্ত করে অ্যাকশন নেওয়া হয়েছে।’

আগামীকাল বুধবার (৪ জানুয়ারি) গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। গত ১২ অক্টোবর অনিয়মের কারণে ভোটগ্রহণের মাঝপথে এ আসনের নির্বাচনটি বন্ধ করা হয়েছিল।

গত ২৩ জুলাই জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়ার মৃত্যুতে আসনটি শূন্য হয়।

উপরে