প্রকাশিত : ৫ জানুয়ারী, ২০২৩ ১৯:৪৬

জামালপুরে অসহায় ও দুস্থ পরিবারকে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

অনলাইন ডেস্ক
জামালপুরে অসহায় ও দুস্থ পরিবারকে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের শীতকালীন প্রশিক্ষণ এলাকা জামালপুরের পিয়ারপুরে অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে, আজ বুধবার সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী ৭০০ পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন, 

আইএসপিআর জানায়, শীতবস্ত্র বিতরণের পাশাপাশি অসহায় ও দুস্থ মানুষের মধ্যে ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইনও করেছে বাংলাদেশ সেনাবাহিনী, ক্যাম্পেইনে বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা বিভিন্ন ধরনের দীর্ঘস্থায়ী রোগ, গর্ভবতী ও প্রসূতি মায়েদের চিকিৎসা এবং চক্ষুবিষয়ক বিভিন্ন চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি বিনা মূল্যে ওষুধও বিতরণ করা হয়

সেনাবাহিনীর এ ধরনের জনসেবামূলক কার্যক্রম জনসাধারণকে চিকিৎসাসেবা প্রাপ্তির পাশাপাশি শীতের প্রকোপ ও অসুস্থতা থেকে আরোগ্য পেতে বিশেষ ভূমিকা রাখছে,

আজ ১৯ পদাতিক ডিভিশনের শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শনের সময় স্থানীয় ফরমেশনের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, স্থানীয় বেসামরিক প্রশাসনের কর্মকর্তা ও সেনাবাহিনীর অন্যান্য পদবির সেনা সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন

উপরে