প্রকাশিত : ৯ জানুয়ারী, ২০২৩ ১৭:০১

৬৫ বছরের বেশি বয়সীরা হজে যেতে পারবেন

অনলাইন ডেস্ক
৬৫ বছরের বেশি বয়সীরা হজে যেতে পারবেন

চলতি বছর বাংলাদেশ থেকে আগের কোটা অনুযায়ী এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন। একই সঙ্গে ৬৫ বছরের বেশি বয়সীদের হজ পালনের নিষেধাজ্ঞা তুলে দেয়া হয়েছে।

সোমবার (৯ জানুয়ারি) সকালে সৌদি আরবে এ চুক্তি হয়েছে বলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় সূত্র জানায়, সোমবার সকাল ১০টার দিকে সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি হয়। হজ চুক্তিতে বাংলাদেশের পক্ষে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এবং সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়াহ সই করেন।

উপরে