প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৩ ২১:২৬

নয়াপল্টনে গণঅবস্থান কর্মসূচি করতে বাধা নেই: ডা. জাহিদ

অনলাইন ডেস্ক
নয়াপল্টনে গণঅবস্থান কর্মসূচি করতে বাধা নেই: ডা. জাহিদ

১০ দফা যুগপৎ আন্দোলনের দ্বিতীয় কর্মসূচি হিসেবে বিএনপির পূর্বঘোষিত গণঅবস্থান কর্মসূচি করতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কার্যালয় থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

অধ্যাপক জাহিদ হোসেন বলেন, আমরা ডিএমপি কমিশনারের সঙ্গে সফল আলোচনা করেছি। বিএনপির অবস্থান কর্মসূচি করতে প্রশাসনের পক্ষ থেকে আর বাধা নেই। আগামীকাল পূর্বনির্ধারিত যে কর্মসূচি তা সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে করা হবে।

গত ৩০ ডিসেম্বর গণমিছিল পূর্ব সমাবেশ থেকে ১১ জানুয়ারি গণঅবস্থানের কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তখন তিনি বলেছিলেন, ১১ জানুয়ারি ১০ দফা দাবি আদায়ে গণঅবস্থান করবেন দলের নেতাকর্মীরা।

উপরে