প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৩ ১৯:৪১

বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে আইএমএফ

অনলাইন ডেস্ক
বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে আইএমএফ

উন্নত, সমৃদ্ধ ও উচ্চ আয়ের দেশে উত্তরণে বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। বাংলাদেশে সফরত সংস্থাটির ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর অন্তোনিয়েতে মনসিও সাইয়েহ এ আশ্বাস দিয়েছেন।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাতকালে এ আশ্বাস দেন তিনি। বৈঠকের পর প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের এ নিয়ে ব্রিফ করেন।

আইএমএফের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদার করতে এসেছেন জানিয়ে অন্তোনিয়েতে মনসিও বলেন, আইএমএফ দীর্ঘদিন ধরে বাংলাদেশের উন্নয়ন সহযোগী। ২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও উচ্চ আয়ের দেশে উত্তরণে আইএমএফ সহায়তা অব্যহত রাখবে।

এর আগে আইএমএফের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশকে সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ প্রস্তাবের বিষয়টি আইএমএফের নির্বাহী বোর্ডে উঠছে। আগামী ৩০ জানুয়ারি এ ঋণদাতা সংস্থার নির্বাহী বোর্ড সভায় বাংলাদেশের ঋণ প্রস্তাব অনুমোদন হবে বলে আশা করা হচ্ছে।

আগামী ৩০ জানুয়ারি আইএমএফের পর্ষদে বাংলাদেশের ঋণ প্রস্তাব অনুমোদন হলে সংস্থাটি ৪২ মাসে সাত কিস্তিতে সাড়ে চার বিলিয়ন ডলার ঋণ পাবে বাংলাদেশ। ঋণের প্রথম কিস্তির ৩৬ কোটি ডলার আগামী মার্চে আসবে। শর্ত বাস্তবায়নের অগ্রগতি দেখে পরের প্রতিটি কিস্তি ছাড়বে আইএমএফ।

উপরে