প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৩ ১৪:৩৬

কারাগার থেকে মুক্তি পেলেন হাজী সেলিম

অনলাইন ডেস্ক
কারাগার থেকে মুক্তি পেলেন হাজী সেলিম

প্রায় আট মাস কারাভোগের পর সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী সেলিম কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। 

মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক‌্যাল কলেজ বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে তিনি মুক্তি পান।

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, আদালতের জামিনামা কারাগারে আসে। পরে তা যাচাই-বাছাই করে হাজী সেলিমের বিরুদ্ধে আর কোনো অভিযোগ না থাকায় তাকে জামিন মুক্তি দেওয়া হয়েছে।
জানা গেছে, দুপুরে হাজী সেলিম মুক্তি পান। এ সময় পরিবারের সদস‌্য, নিকট স্বজন ও নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করেন।  

উল্লেখ্য, দুর্নীতির মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের জামিন আবেদন নামঞ্জুর করে গত ২২ মে তাকে কারাগারে পাঠান আদালত। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ওইদিনই তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক‌্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়। এরপর থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষীদের তত্ত্বাবধানে হাসপাতালেই চিকিৎসা চলছিলো তার।

উপরে