প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৩ ২০:৩৩

দেশের স্বাক্ষরতার হার ৭৫ দশমিক ৬ শতাংশ

অনলাইন ডেস্ক
দেশের স্বাক্ষরতার হার ৭৫ দশমিক ৬ শতাংশ

দেশের স্বাক্ষরতার হার ৭৫ দশমিক ৬ শতাংশ বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। আজ বৃহস্পতিবার সরকার দলীয় সংসদ সদস্য দিদারুল আলমের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

গণশিক্ষা প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ পরিসংখ্যানব্যুরোর ‘রিপোর্ট অন বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিকস ২০২০’ অনুযায়ী দেশের স্বাক্ষরতার হার ৭৫ দশমিক ৬ শতাংশ (১৫ বছর +)। আর নিরক্ষরতার হার ২৪ দশমিক ৪ শতাংশ (১৫ বছর+)।

সংরক্ষিত নারী আসনের সদস্য বেগম শামসুন নাহারের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৫ হাজার ৫৬৫টি। আর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৫৩ হাজার ৩১২টি।

উপরে