বাসচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় চালক-হেলপার গ্রেফতার

রাজধানীতে বাসচাপায় নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়ার মৃত্যুর ঘটনায় চালক ও সহকারীকে গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ।
সোমবার (২৩ জানুয়ারি) সকালে বাড্ডার আনন্দনগর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ভিক্টর পরিবহনের চালক মো. লিটন (৩৮) ও সহকারী মো. আবুল খায়ের। তাদের দু’জনের বাড়ি ভোলা জেলায়।
উল্লেখ্য, গত রোববার রাজধানীতে ভিক্টর বাসের ধাক্কায় নাদিয়া নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী। প্রগতি সরণিতে বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন ওই শিক্ষার্থী। ভিক্টর পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে ছিটকে বাসের তলায় পড়ে যান তিনি। বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান নাদিয়া।