প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৩ ১৫:৫৩

অ্যানড্রয়েড ফোনে বিজয় কিবোর্ড বাধ্যতামূলক নয় : টেলিযোগাযোগ মন্ত্রী

অনলাইন ডেস্ক
অ্যানড্রয়েড ফোনে বিজয় কিবোর্ড বাধ্যতামূলক নয় : টেলিযোগাযোগ মন্ত্রী

অ্যানড্রয়েড ফোনে বিজয় কিবোর্ড বাধ্যতামূলক নয় বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, ‘অ্যানড্রয়েড ফোনে আপনি চাইলে যেকোনো সফটওয়্যার রাখতে পারেন, আনস্টল করতে পারেন, ফেলে দিতে পারেন, নতুন করে ইনস্টল করতে পারেন। অতএব, বাধ্যতামূলক শব্দ প্রয়োগ করার কিছু নেই; এটি বাধ্যতামূলক নয়।’

আজ বুধবার (২৫ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। 

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ-সম্পর্কিত আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোস্তাফা জব্বার বলেন, “আমি একটি ব্যাখ্যা দেব, সেটি হচ্ছে বিটিআরসি (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন) একটি শব্দ ব্যবহার করেছে ‘বাধ্যতামূলক’। এই শব্দটি বিভ্রান্তিকর।” মন্ত্রী আরো বলেন, ‘কার জন্য বাধ্যতামূলক বলা হয়েছে? যিনি উৎপাদক অথবা আমদানিকারক, তিনি বাংলা লেখার সুবিধা তৈরি করে দেওয়ার জন্য একটি সফওয়্যার দিয়ে দেবেন। ব্যবহারকারী সেই সফটওয়্যার ব্যবহার করবে কি করবে না, সেটি সম্পূর্ণ তার এখতিয়ার।’

উপরে