অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: ইনু

অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
শনিবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর মহানগর নাট্যমঞ্চ-গুলিস্তানে বাংলাদেশ জাতীয় হিন্দু সম্মেলন-২০২৩ অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি একথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, ধর্ম বনাম রাষ্ট্র বলে লেলিয়ে দেওয়া সন্ত্রাসকে আমাদের ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু আর আমাদের বাঙালি সংস্কৃতির যা কিছু প্রাণিত সম্পদ তার জন্য দরদ ঢেলে আকাঙ্ক্ষার মেঘ হয়ে ঝরে পড়া আমার বাংলাদেশ। অথচ দাঙ্গা ও সাম্প্রদায়িক সহিংসতায় পাল্টে যায় তার রূপ। এখনো সাম্প্রদায়িক সন্ত্রাসের উসকানি থেমে নেই। সাম্প্রদায়িক সন্ত্রাসের যে অভয়ারণ্য গড়বার পায়তারা করছে দেশের জামায়াত-বিএনপি ও তাদের সাগরেদ মৌলবাদী তাবেদার অপশক্তি। তাদের বিষদাঁত ভেঙে দিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের পথ রচনায় আমাদের সঞ্জীবিত হতে হবে।
কবি জয় মিত্র তার কবিতার উদ্ধৃতি দিয়ে জাসদ সভাপতি ইনু বলেন, এ পাড়ায় হিন্দু ওপাড়ায় মুসলিম, তাহলে মানুষ কোন পাড়ায়? আমি তো মানুষ দেখতে এসেছি, হিন্দু কিংবা মুসলিম নয়, কারণ আমরা বাঙালি, আমাদের পরিচয় আমরা মানুষের বাঙালি। তাই আসুন আমরা বাঙালি এবং মানুষের সাংবিধানিক ধারা অব্যাহত রাখি। মানুষের এ সংবিধান মানুষকে ভাগ করতে পারে না। সারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার ষড়যন্ত্রে জড়িতদের দ্রুত বিচারও দাবি করেন তিনি।
সম্মেলনে বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৫৯নং ওয়ার্ড কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক, জাসদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শহীদুল ইসলাম, কুষ্টিয়া জেলা হিন্দু মহাজোট এর সাধারণ সম্পাদক তটুণ কুমার ঘোষ ভার্চুয়ালি যুক্ত হয়ে শুভেচ্ছা জানান ভারতীয় জনতা পার্টি-বিজেপির সহসভাপতি দিলীপ ঘোষ।