প্রকাশিত : ৬ ফেব্রুয়ারী, ২০২৩ ১৪:০৭

ঢাকায় এসেছেন বেলজিয়ামের রানি

অনলাইন ডেস্ক
ঢাকায় এসেছেন বেলজিয়ামের রানি

তিন দিনের সফরে সোমবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশে এসেছেন বেলজিয়ামের রানি মাথিল্ডে। সকালে ঢাকায় পৌঁছানোর পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রানিকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) অ্যাডভোকেট হিসেবে তার বাংলাদেশ সফর। এটিই হবে বেলজিয়ামের কোনো রানির প্রথম বাংলাদেশ সফর।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৬ থেকে ৮ ফেব্রুয়ারি বাংলাদেশে অবস্থান করবেন বেলজিয়ামের রানি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরে মাথিল্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

বাংলাদেশ সফরকালে রানির সম্মানে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একটি নৈশভোজের আয়োজন করার কথা রয়েছে। রানি মাথিল্ডে দেশের একটি গার্মেন্টস ফ্যাক্টরি পরিদর্শন করবেন এবং সেখানে তিনি গার্মেন্টস কর্মীদের সঙ্গে কথা বলে তাদের অবস্থান সম্পর্কে জানবেন। রানি ইউনিসেফের একটি স্কুল পরিদর্শন করবেন।

উপরে