চমেক ছাত্রাবাসে ৪ শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটি

চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ছাত্রলীগ কর্তৃক চার শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে দতন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) এক জরুরি সভায় উপাধ্যক্ষ ডা. মো হাফিজুল ইসলামকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- ডা. মো. মিজানুর রহমান চৌধুরী, ডা. এম সাহাবুদ্দিন আহামদ, ডা. তানুজা তানজিম, ডা. মো. জসিম উদ্দিন, ডা. মো. রাশেদ মীরজাদা ও ডা. রেহনুমা ঊর্মি।
চট্টগ্রাম মেডিকেলের অধ্যক্ষ ডা. সাহেনা আক্তার বলেন, আজকে সভা শেষে আমরা ৯ সদস্যের তদন্ত কমিটি করেছি। তাদের তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তবে কাজ করতে গিয়ে যদি উনাদের সময় বাড়ানোর প্রয়োজন হয় সেটা বিবেচনা করা হবে। প্রতিবেদন অনুযায়ী ঘটনায় জড়িত সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্তদের একজন অভিজিৎ দাশ বলেন, তাদের (আহত শিক্ষার্থীদের) এক সপ্তাহ ধরে পর্যবেক্ষণ করছিলাম আমরা। তারা নির্বাচনকে সামনে রেখে কলেজে শিবিরের নেটওয়ার্ক তৈরির চেষ্টা করছিল। তাই ডেকে নিয়ে তাদের কাছ থেকে শিবিরে জড়িত থাকার ডকুমেন্টস নেওয়া হয়েছে। ডকুমেন্টসগুলো নেওয়ার সময় হালকা চড়-থাপ্পড় দিতে হয়েছে, মারধর করা হয়নি। তাদের রুম থেকে অস্ত্রশস্ত্রও উদ্ধার করা হয়েছে। ডকুমেন্টস ও অস্ত্রশস্ত্র পুলিশকে জমা দেওয়া হয়েছে।
তবে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের মজুমদার জানান, আমরা কলেজ প্রশাসনকে তাদের উদ্ধারে সহযোগিতা করেছি। আমাদের কেউ কিছু উদ্ধার করে জমা দেয়নি।
প্রসঙ্গত, গত বুধবার দিবাগত রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ছাত্রাবাসে ৪ শিক্ষার্থীকে ২ ঘণ্টা নির্যাতন করে ছাত্রলীগের কর্মীরা। এরপর দিন সন্ধ্যায় তাদের মধ্যে দুই শিক্ষার্থীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। নির্যাতনের শিকার বাকি দুই শিক্ষার্থীর একজন এমএ রাইয়ান কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং শুভ্র নারায়ণগঞ্জে চিকিৎসাধীন আছেন বলে জানা যায়। তারা উভয় ৬২ ব্যাচের শিক্ষার্থী।