দেশের কল্যাণে নানাভাবে কাজ করে যাচ্ছে আনসার বাহিনী: প্রধানমন্ত্রী

মহান মুক্তিযুদ্ধে আনসার বাহিনীর ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘তারা তাদের অস্ত্রশস্ত্র নিয়ে স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিল। অনেক আনসার সদস্যই স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গ করেছেন। দেশের কল্যাণে নানাভাবে কাজ করে যাচ্ছে এ বাহিনীর সদস্যরা।
রবিবার দুপুরে গাজীপুরের সফিপুরে আনসার একাডেমিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ৪৩তম জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে আনসার বাহিনীর বড় ভূমিকা ছিল। এছাড়া বিএনপির জ্বালাও-পোড়াওয়ের মতো সহিংসতা ও জঙ্গিবাদ মোকাবিলায় আনসার বাহিনী কাজ করেছে।’
‘আনসার বাহিনী যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে। নিরাপত্তার ক্ষেত্রে প্রত্যেকটি বাহিনীকেই সহায়তা দিচ্ছে গ্রাম প্রতিরক্ষা বাহিনী।’ যোগ করেন শেখ হাসিনা।
শেখ হাসিনা আরও বলেন, ‘আজ বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। আমরা আরও এগিয়ে যেতে চাই। বাংলাদেশকে আমরা উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চাই। তাছাড়া দেশের আর্থসামাজিক উন্নয়নে একটি মানুষও গৃহহীন থাকবে না, সেই লক্ষ্যে আমরা গৃহহীনদের ঘর করে দিচ্ছি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকারে আসার পর থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নতিতে কাজ করা হচ্ছে। আনসার বাহিনীকে আরও উন্নত করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এ দেশের সব মানুষ যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। পরের কাছে যেন হাত পেতে চলতে না হয়।
তিনি আরও বলেন, ‘সেই সঙ্গে আনসার ও ভিডিপির অনেক সদস্যকেও আমরা ঘর করে দিয়েছি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘তথ্যপ্রযুক্তিতে যে পদক্ষেপ নিয়েছি, তাতে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। আমরা শতভাগ বিদ্যুৎ দিতে পেরেছি; স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণ করেছি; দেশে মেট্রোরেল চালু হয়েছে; পাতাল রেল চালু হবে; কর্ণফুলি নদীর তলদেশ দিয়ে টানেল করে দিচ্ছি; নিজেদের অর্থায়নে পদ্মা সেতু করেছি।’
এসময় তিনি বলেন, ‘প্রতিটি স্থাপনায় নিরাপত্তার সঙ্গে আনসার বাহিনী জড়িত রয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলব।’