তুর্কিবাসীদের পাশে থাকতে চালু হলো ‘টুগেদার ফর তুর্কিয়ে’

তুরস্কে ঘটে যাওয়া মর্মান্তিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তার উদ্দেশ্যে বাংলাদেশে চালু হলো ‘টুগেদার ফর তুর্কিয়ে’ ক্যাম্পেইন। এগলি মাইন্ডস করপোরেশন'র উদ্যোগে শুক্রবার বিকেলে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
বনানীর একটি রেস্তোরায় এই কার্যক্রমের উদ্বোধন করেন এগলি মাইন্ডস করপোরেশনের চেয়ারম্যান মিশাল করিম। এ সময় তিনি আনুষ্ঠানিকভাবে তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের হাতে নানা ধরনের চিকিৎসা সামগ্রী তুলে দেন।
আয়োজিত অনুষ্ঠানে মিশাল করিম বলেন, ‘মহাত্মা গান্ধীর বলেছেন, পৃথিবীতে যে পরিবর্তন দেখতে চাও তা নিজে আগে করে দেখাও। তাই আমরা উদ্যোগটি শুরু করলাম। আমাদের এই কল্যাণমূলক কর্মসূচির উদ্দেশ্য মূলত ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য একটি কার্যকরি ভ্রাম্যমাণ হাসপাতাল নির্মাণে যাবতীয় প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ ও বিতরণ করা। এই উদ্যোগের অংশ হিসেবে থাকছে ৪৩৮০ বর্গফুটের ২টি এয়ার ডোম যার সাথে যুক্ত থাকবে ৪৫৯ বর্গফুটের একটি চ্যানেল এবং এর সাথে আরো থাকছে এয়ার ডোম পরিচালনার জন্য ৩০ কিলোওয়াটের একটি সংযুক্ত জেনারেটর। পাশাপাশি স্লিপিং ব্যাগ, ব্যাটারিচালিত হিটার,পাওয়ার ব্যাংক, ও টেন্ট ম্যাট এইসব প্রয়োজনীয় সরঞ্জামগুলোও থাকবে আমাদের অনুদান তালিকায়।
এসব সহযোগিতা গ্রহণ করে তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন বলেন, সম্প্রতি ঘটে যাওয়া এই যুগের সবচেয়ে বিধ্বংসী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করার জন্য আপনার এই অনুদান অনেক বড় অবদান রাখবে। তিনি মিশাল করিমসহ সকল বাংলাদেশির প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে হাসপাতালটি তৈরির পেছনে আরো সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বাংলাদেশে অবস্থিত তুরস্কের দূতাবাস, তুর্কিস কো অপারেশন এবং কোঅর্ডিনেশন এজেন্সি-টিকা, আফাদ, দ্য আর্থ আইডেন্টিটি প্রজেক্ট, থ্রাইভ।
বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদুতের পাশাপশি আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থ্রাইভের বোর্ড মেম্বার সাদিয়া মইন, তুরস্কে অবস্থিত টিকা ও আফাদ সংস্থা দুটির প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠানে জানানো হয়, এই মহৎ কল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে একটি অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। যার মাধ্যমে যে কেউই ছোট বা বড় যেকোনো অংকের অনুদান দিয়ে এই মানবতার সেবা উদ্যোগের অংশ হতে পারেন।