চট্টগ্রামে ভবনের দেয়াল ধসে পথচারীর মৃত্যু

নগরীর কোতোয়ালী থানাধীন জামালখানে পরিত্যক্ত ভবনের দেয়াল ধসে এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো একজন।
বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে জামালখানের শিড়ির গোড়া এলাকায় এই ধসের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহত দুজনের পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে চন্দনপুরা ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, কিছুক্ষণ আগে একটি পুরাতন একতলা পরিত্যক্ত ভবনের দেয়াল রাস্তার দিকে ধসে পড়েছে। এতে এক পথচারী চাপা পড়ে নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন আরও একজন। এখনো তাদের পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থল আমাদের টিস কাজ করছে।
পরিত্যক্ত ওই ভবনটি কয়েকদিন আগে ভেঙে ফেলার কাজ শুরু হয়। তবে ভবনের মালিকপক্ষ কোনো নিরাপত্তা ব্যবস্থা নেয়নি বলে জানান তিনি।
সিএমপির (দক্ষিণ) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নোবেল জাকমা ঘটনাস্থল থেকে জানান, আমরা খবর পেয়ে এসেছি। কিভাবে কি হয়েছে দেখছি। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।