স্মার্ট বাংলাদেশ, স্মার্ট খেলোয়াড় তৈরি করবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, আজকে আমাদের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। আর এই স্মার্ট বাংলাদেশ, আমাদের স্মার্ট খেলোয়াড় তৈরি করবে। এবং আমরা সারাবিশ্বের যেকোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করবার যোগ্যতা অর্জন করবো। সেটাই আমি চাই।
রোববার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আর্মি স্টেডিয়ামে শেখ কামাল যুব গেমসের চূড়ান্ত পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
খেলাধুলার মাধ্যমে যুবদের মেধা বিকশিত হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা যুবদের মাঝে খেলাধুলা যত ছড়িতে দিতে পারব, তত বেশি তাদের মনন ও মেধা বিকশিত হবে। স্বাভাবিক স্বাস্থ্য আরও উন্নত হবে, প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি হবে; যা জীবনের প্রতিটি ক্ষেত্রে উৎকর্ষ সাধনে আরও বেশি অবদান রাখতে পারবে। তারা আরও বেশি দক্ষতা ও যোগ্যতা অর্জন করতে পারবে।
খেলাধুলার ওপর সরকারের গুরুত্বারোপের কথা উল্লেখ করে সরকার প্রধান বলেন, আমরা যখন থেকে সরকার গঠন করেছি, খেলাধুলার দিকে বিশেষভাবে দৃষ্টি দিয়েছি। আন্তঃস্কুল, আন্তঃকলেজ, আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতাগুলো শুরু করেছি। যার ফলে আমরা দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে খেলাধুলায় অংশ নিতে পারছি।’
শেখ কামালের বহুমুখী প্রতিভা ছিল জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সে বিভিন্ন খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত ছিল। আবাহনী ক্রীড়াচক্র সে গঠন করে। খেলাধুলার প্রতি যুবকদের সম্পৃক্ত করতে কামাল উদ্যোগ নিয়েছিল। সাংস্কৃতিক দিক থেকেও সে পারদর্শী ছিল।