প্রকাশিত : ১ মার্চ, ২০২৩ ১৪:০৯

জি-২০ সম্মেলনে যুদ্ধ বন্ধের আহ্বান জানাবে ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
জি-২০ সম্মেলনে যুদ্ধ বন্ধের আহ্বান জানাবে ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে রাশিয়া-ইউক্রেন সংঘাত বন্ধের দাবি উত্থাপনের জন্য ঢাকা নয়াদিল্লীর কাছে প্রস্তাব দেবে।

গতকাল মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় যোগদান শেষে মোমেন সাংবাদিকদের বলেন, ‘আমাদের কাছে অনেক পরামর্শ আছে-যা ভারত জি-২০-তে উত্থাপন করতে পারে। আমরা শান্তিপূর্ণ উন্নয়ন নিশ্চিত করার জন্য পরিবেশ তৈরির লক্ষ্যে (রাশিয়া ও ইউক্রেনের মধ্যে) যুদ্ধ বন্ধ করার জন্য পরামর্শ দেব।’

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ১-২ মার্চ নয়াদিল্লীতে অনুষ্ঠেয় জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দেবেন।

ড. মোমেন বলেন, ‘বৈঠকে বাংলাদেশ এসডিজির যথাযথ বাস্তবায়নের জন্য মতামত তুলে ধরবে। জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বহুপাক্ষিকতা জোরদার করা এবং খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, টেকসই উন্নয়ন, মাদকবিরোধী কার্যক্রম, বৈশ্বিক স্বাস্থ্য ও মানবিক সহায়তা ছাড়াও দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ত্রাণ কার্যক্রম এবং লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নের বিষয়ে সহযোগিতা জোরদার করার ওপর আলোকপাত করা হবে।’

মোমেন বলেন, ‘১-২ মার্চ নয়াদিল্লিতে জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদেও বৈঠকের ফাঁকে ভারত, ফ্রান্স ও সুইডেনসহ বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করা হবে।’

জি-২০ সম্মেলনের ফাঁকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে. ব্লিংকেনের সঙ্গে বৈঠকের কোনো পরিকল্পিত বৈঠক আছে কিনা জানতে চাইলে ড. মোমেন জানান, মার্কিন পক্ষের আমন্ত্রণে এপ্রিলে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন। সেখানে তাঁদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের সভাপতিত্বে জি-২০ সম্মেলনে অংশ গ্রহণের জন্য বাংলাদেশ, মিশর, মরিশাস, নেদারল্যান্ডস, নাইজেরিয়া, ওমান, সিঙ্গাপুর, স্পেন ও সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) অতিথি দেশ হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।

চলতি বছরের ৯-১০ সেপ্টেম্বর নয়াদিল্লীতে অনুষ্ঠেয় ১৮তম জি-২০ রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এ বিষয়ে মোমেন বলেন, ‘আমরা অত্যন্ত সম্মানিত বোধ করছি।’

উপরে