প্রকাশিত : ১ মার্চ, ২০২৩ ১৪:১১

ইবির ৫ ছাত্রীকে বহিষ্কারের নির্দেশ হাইকোর্টের

অনলাইন ডেস্ক
ইবির ৫ ছাত্রীকে বহিষ্কারের নির্দেশ হাইকোর্টের

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলে ছাত্রী নির্যাতন ও ভিডিও ধারণের ঘটনায় ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী অন্তরাসহ পাঁচ ছাত্রীকে সাময়িক বহিষ্কারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে হলের প্রভোস্টকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১ মার্চ) বিচারপতি জে বি এম হাসান ও রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন রিটকারী আইনজীবী গাজী মো. মহসীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন এডভোকেট শাহ মঞ্জুরুল হক। হাইকোর্টের আদেশে ভুক্তভোগী ছাত্রীকে আগামী তিন দিনের মধ্যে আবাসিক হলে সিট বরাদ্দের নির্দেশও দেওয়া হয়েছে।

অভিযুক্ত পাঁচ ছাত্রী হলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি পরিসংখ্যান বিভাগের সানজিদা চৌধুরী অন্তরা ,চারুকলা বিভাগের হালিমা আক্তার ঊর্মি ,আইন বিভাগের ইসরাত জাহান মিম, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের তাবাসসুম ইসলাম ও মোয়াবিয়া জাহান । অন্তরা ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আর বাকি সবাই ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

গত ১১ ফেব্রুয়ারি দেশরত্ন শেখ হাসিনা হলের একটি গণরুমে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী ফুলপরী খাতুনকে রাতভর নির্যাতনের অভিযোগে উঠে।

বিষয়টি উচ্চ আদালত পর্যন্ত গড়ালে বাধ্য হয়ে তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এছাড়া হল, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আদালতের নির্দেশে জেলা প্রশাসনও তদন্ত কমিটি গঠন করে।

উপরে