চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ, নিহত ৫
অনলাইন ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ডে কদমরসুলপুর এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে ৫ জন নিহত হয়েছেন। এ সময় দগ্ধ হয়েছেন প্রায় ৩০ জন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে।
শনিবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা মো. ফজলে রাব্বি বিস্ফোরণের তথ্য নিশ্চিত করে বলেন, সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকট শব্দে এই গ্যাস সিলিন্ডার কারখানায় বিস্ফোরণটি হয়। পরে এটির চারপাশের এলাকায় পুরো আন্ধার হয়ে যায়। এ ঘটনায় অনেক হতাহতের আশঙ্কা করছেন স্থানীয়রা।