রাজনৈতিক দলগুলো সংবিধানের মধ্যেই নির্বাচনে অংশ নেবে: আইনমন্ত্রী
অনলাইন ডেস্ক
বাংলাদেশে বিশ্বাসী রাজনৈতিক দলগুলো সংবিধানের মধ্যে থেকেই জাতীয় নির্বাচনে অংশ নেবে বলে মন্তব্য করেন আইনমন্ত্রী আনিসুল হক।
শনিবার (৪ মার্চ) সকালে রাজধানীর বিচার প্রশাসন ইনস্টিটিউটে সদ্য নিয়োগপ্রাপ্ত সহকারী জজ ও সমমানের কর্মকর্তাদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে এ কথা বলেন আইনমন্ত্রী।
তিনি আরও বলেন, যথা সময়ে হবে আগামী জাতীয় নির্বাচন। তাতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অংশগ্রহণ নিয়ে, এখনই কোনো মন্তব্য নয়। সবার বলা শেষ হলে প্রয়োজনে হলে বিস্তারিত ব্যাখ্যা দেবেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিচার প্রশাসন ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি বেগম নাজমুন আরা সুলতানা ও আইন সচিব গোলাম সারোয়ার।
অনুষ্ঠানে নবীন বিচারকদের ভয়ভীতির ঊর্ধ্বে থেকে দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।