প্রকাশিত : ৮ মার্চ, ২০২৩ ০০:৫২

ডাক্তার-নার্সদের ছুটি বাতিল করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
ডাক্তার-নার্সদের ছুটি বাতিল করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

পুরান ঢাকার সিদ্দিকবাজারে ভবন বিস্ফোরণে আহতদের দেখতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আসেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এসময় তিনি বলেন, আমরা জরুরি ভিত্তিতে সব ডাক্তার, নার্সসহ অন্যান্য কর্মকর্তাদের ডেকেছি। তাদের ছুটি বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (৭ মার্চ) রাতে হাসপাতালের জরুরি বিভাগে এসে মন্ত্রী জানান, ঢামেকের চিকিৎসক, নার্স, কর্মচারীরা এখন চিকিৎসা কার্যক্রম চালাচ্ছেন। আমরা আশপাশের হাসপাতালেও ব্যবস্থা রেখেছি। ডাক্তাররা সেখানে প্রস্তুত আছেন। আমাদের এখানে জায়গার অভাব হলে পাশের বার্ন ইউনিটে রোগী রাখতে পারব। স্যার সলিমুল্লাহ মেডিক্যালেও রোগী রাখতে পারব। 

জাহিদ মালেক বলেন, গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ১১২ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে ভর্তি আছে ৭৫ জন। বাকিরা চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ৭ জন ভর্তি হয়েছেন। তাদের ২-১ জনের ৮০ শতাংশ পুড়ে গেছে। তারা আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। অনেকে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। এখানে সার্বিকভাবে চেষ্টা করা হচ্ছে সবাইকে চিকিৎসা দিতে।

এসময় মন্ত্রী জানান, আহতদের মধ্যে অনেকেই মাথায় বেশি আঘাত পেয়েছেন। রক্তক্ষরণে বেশি মৃত্যু হয়েছে। কিছু মানুষ পুড়েও গেছেন।

 
উপরে