প্রকাশিত : ৮ মার্চ, ২০২৩ ০০:৫৭

বিস্ফোরণে হতাহতদের আর্থিক সহায়তা ঘোষণা

অনলাইন ডেস্ক
বিস্ফোরণে হতাহতদের আর্থিক সহায়তা ঘোষণা

রাজধীনীর পুরান ঢাকার সিদ্দিক বাজারে ভবনে বিস্ফোরণের নিহতদের স্বজনদের আপাতত ৫০ হাজার টাকা সহায়তার ঘোষণা করেছেন ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মুমিনুর রহমান।

মঙ্গলবার (৭ মার্চ) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এসে সাংবাদিকদের তিনি বলেন, আপাতত নিহতের স্বজনদের দেওয়া হবে ৫০ হাজার টাকা, গুরুতর আহতদের দেওয়া হবে ২৫ টাকা আর অল্প আহতদের দেওয়া হবে ১৫ হাজার টাকা।

যাতায়াত ও খাবারের ব্যবস্থাও জেলা প্রশাসকের পক্ষ থেকে করা হবে বলে তিনি জানান। জরুরি বিভাগে  বুথ করে এই সহায়তা দেওয়া হবে বলে তিনি জানান।

বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে উদ্ধার কাজ শুরু করেন। একে একে বাড়তে থাকে ইউনিটের সংখ্যা। স্থানীয়রাও হতাহতদের উদ্ধারে এগিয়ে আসেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন শতাধিক। ভবনের বেজমেন্টেও অনেকে আটকা পড়েন।

ওই ঘটনায় দুর্ঘটনাস্থলে নিহতদের মরদেহ এবং আহত শতাধিক ব্যক্তিদের ঘটনার পরপরই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেও অনেকের মৃত্যু হয়েছে।

উপরে