গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় মামলা
অনলাইন ডেস্ক
গুলিস্তানের সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করেছে পুলিশ।
বুধবার (৮ মার্চ) রাতে বংশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার (৭ মার্চ) ঘটনার পরপরই একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। যা অপমৃত্যু মামলায় রূপান্তরিত করা হয়েছে। মামলাটি বুধবার থানায় রেকর্ডভুক্ত করা হয়েছে।
জানা গেছে, পুলিশের পাশাপাশি বিস্ফোরণের ঘটনার প্রকৃত কারণ বের করতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), ফায়ার সার্ভিস, পুলিশের বিশেষ ইউনিট সিটিটিসি তদন্ত করছে।
প্রসঙ্গত, গত ৭ মার্চ বিকেলে গুলিস্তানের সিদ্দিকবাজারে সাত তলা ভয়াবহ বিস্ফোরণ হয়। মুহূর্তে ভবনের ব্যাজমেন্ট থেকে তিন তলা পর্যন্ত সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়। এ ঘটনায় প্রাণ হারান ২০ জন। আহত হন অনেকে।