প্রকাশিত : ২১ মার্চ, ২০২৩ ১৬:০৭

নারায়ণগঞ্জে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটি ভেঙে ফেলার নির্দেশ

অনলাইন ডেস্ক
নারায়ণগঞ্জে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটি ভেঙে ফেলার নির্দেশ

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় ঝুঁকিপূর্ণ দুই তলা ভবনটি ২৪ ঘণ্টার মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, জেলা প্রশাসন, রাজউক, তিতাস ও ডিপিডিসির সমন্বিত একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান।  একই সঙ্গে ভবন মালিকে চিঠি দেওয়াসহ ভবনটিতে নোটিশ টাঙানো হবে বলেও জানানো হয়েছে। 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সহিদুল ইসলাম জানান, ঝুঁকিপূর্ণ ভবনটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভেঙে ফেলতে ভবন মালিককে নির্দেশ দেওয়া হয়েছে। ওই ভবনে নোটিশ টাঙিয়ে দেওয়া হবে। যথাসময়ে নির্দেশনা না মানলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, গত ১৮ মার্চ সকাল ৯টার দিকে নিতাইগঞ্জে খাদ্য গুদামে বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনা ঘটে। এতে একজন নিহত ও আরও ৯জন আহত হন। বিস্ফোরণের ঘটনায় দুই তলা ভবনের একতলা ছাদের কিছু অংশ ও বারান্দা ভেঙে যায়। পরে  ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

উপরে