প্রকাশিত : ২১ মার্চ, ২০২৩ ২২:২৬

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট শতভাগ অনলাইনে, ৭ এপ্রিল বিক্রি শুরু

অনলাইন ডেস্ক
ঈদে ট্রেনের অগ্রিম টিকিট শতভাগ অনলাইনে, ৭ এপ্রিল বিক্রি শুরু

আসছে ঈদুল ফিতর উপলক্ষ্যে আগামী ৭ এপ্রিল ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। ঈদযাত্রার ১০ দিন আগে সব আন্তঃনগর ও ঈদ স্পেশাল ট্রেনের টিকিট শুধুমাত্র অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। এমন ঘোষণা দিলেন খোদ রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনও। 

রেলমন্ত্রী মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন, ঈদযাত্রায় সব আন্তঃনগর ট্রেনের টিকিট শতভাগ অনলাইনে বিক্রি হবে। এতে স্টেশন কেন্দ্রিক ভিড় এবং সাধারণ মানুষের দুর্ভোগ হবে না। অনলাইনে যারা নির্ধারিত সময়ের মধ্যে টিকিট কাটতে পারবে না, সেই সব লোক অন্য কোনো উপায়ে গ্রামে ছুটবেন। অনিশ্চয়তার মধ্যে রেল স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা টিকিটের জন্য অপেক্ষা করতে হবে না। 

নূরুল ইসলাম সুজন বলেন, ঈদুল ফিতর উপলক্ষ্যে আগামী ৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। কেবল অনলাইনেই মিলবে ট্রেনের টিকিট। 

রেলমন্ত্রী বলেন, এবার ঈদ উপলক্ষ্যে ১০টি স্পেশাল ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। কাউন্টারে কোনো টিকিট মিলবে না, শতভাগ অনলাইনে বিক্রি হবে। ঈদের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১৭ এপ্রিল থেকে।

রেলওয়ে অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী যুগান্তরকে বলেন, এবার কোনো স্টেশনেই ঈদযাত্রার টিকিট কাউন্টার থেকে দেওয়া হবে না। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। কাউন্টার থেকে সিটবিহীন টিকিটও বিক্রি হবে না। শুধু অনলাইনেই ৭ এপ্রিল থেকে টানা ১১ এপ্রিল পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হবে। ঈদযাত্রায় কোনো টিকিট ফেরত নেওয়া হবে না। ঈদ উপলক্ষ্যে ১০টি স্পেশাল ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। এসব ট্রেনের টিকিটও অনলাইনে পাওয়া যাবে। 

উপরে