প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৩ ১৫:৪৩

চট্টগ্রাম বিমানবন্দরে ৩২টি স্বর্ণের বারসহ যাত্রী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
চট্টগ্রাম বিমানবন্দরে ৩২টি স্বর্ণের বারসহ যাত্রী গ্রেপ্তার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মোহাম্মদ জিয়াউদ্দিন নামে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ৩২ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস। 

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে বাংলাদেশ বিমানের বিজি- ১৪৮ নম্বর ফ্লাইটটি দুবাই থেকে আসে। এই ফ্লাইটেরই যাত্রী ছিলেন জিয়াউদ্দিন। 

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর চট্টগ্রামের যুগ্ম পরিচালক সাইফুর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন।

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, দুবাই থেকে বিপুল পরিমাণ স্বর্ণের বারের একটি চালান চট্টগ্রামে আসছে এমন গোপন সংবাদে শুল্ক গোয়েন্দারা আগেই বিমানবন্দরে সতর্ক অবস্থান নেয়। সকালে দুবাই থেকে বিজি-১৪৮  ফ্লাইটে আসা যাত্রী জিয়াউদ্দিন বিমান থেকে নেমে কাস্টমস এরিয়া অতিক্রম করার সময় শুল্ক গোয়েন্দারা তার লাগেজ ও শরীর থেকে এসব স্বর্ণবার উদ্ধার করে। 

গোয়েন্দা সূত্র জানিয়েছে, আটককৃত যাত্রীর বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার এনায়েতপুর গ্রামে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

উপরে