রাজধানীতে কাভার্ডভ্যান চাপায় বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত

রাজধানীর লালবাগ বেড়িবাঁধে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী সানজিদা আক্তার তামান্না (২৭) নামে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ডভ্যান জব্দসহ চালককে আটক করেছে পুলিশ।
গতকাল শুক্রবার রাত ১০টার দিকে বেড়িবাঁধের শামীম গার্মেন্টসের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ১টার দিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনা সম্পর্কে লালবাগথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মুর্শেদ জানান, নিহত সানজিদা নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার আবু তাহেরের মেয়ে।ওসি এসএম মুর্শেদ জানান, রাতে ভাড়ায়চালিত মোটরসাইকেলে (রাইড শেয়ারিং) করে বেড়িবাঁধ দিয়ে যাওয়ার সময় একটি কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলসহ ছিটকে পড়লে ওই কাভার্ডভ্যানের নিচে পিষ্ট হন ওই শিক্ষার্থী। খবর পেয়ে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তিনি আরও জানান, বর্তমানে সানজিদা তার পরিবারের সঙ্গে কামরাঙ্গীরচর এলাকায় থাকতেন। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির অনার্স শেষ বর্ষের ছাত্রী ছিলেন।ঘটনার পরপরই চালকসহ কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।