ঝুঁকিতে গাউছিয়া মার্কেট

অগ্নি নিরাপত্তার দিক থেকে রাজধানীর গাউছিয়া মার্কেটকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে দোকান মালিক সমিতিকে সঙ্গে নিয়ে যৌথভাবে পরিদর্শন কার্যক্রম চালিয়েছে এনএসআই, ডিজিএফআই ও ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক বজলুর রশিদ সাংবাদিকদের বলেন, আমরা গাউছিয়া মার্কেট পরিদর্শন করে এর অগ্নি নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে একটি সমীক্ষা চালিয়েছি এবং আমরা মার্কেটটিকে অগ্নি নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছি।
রাজধানীর বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর গাউছিয়া মার্কেট পরিদর্শনকালে ফায়ার সার্ভিস মার্কেটে বেশ কিছু বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ অবস্থার কথা জানিয়েছে।
বজলুর রশীদ বলেন, মার্কেট কর্তৃপক্ষকে তাদের নিজস্ব ফায়ার ফাইটিং ফোর্স গঠন করতে বলা হয়েছিল, যা এখনো বাস্তবায়ন হয়নি।
তিনি আরও বলেন, এই মার্কেটে ছয়টি সিঁড়ি আছে, কিন্তু সেগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন নয়। সর্বত্র এলোমেলোভাবে বৈদ্যুতিক তার ঝুলছে। এছাড়াও, মার্কেটে একটি স্বয়ংক্রিয় ফায়ার অ্যালার্ম সিস্টেম বসাতে বলা হয়েছিল, যা এখনও করা হয়নি।
টিকাটুলির রাজধানী সুপার মার্কেট, ঠাটারিবাজার মার্কেট, চকবাজার মার্কেট, নিউমার্কেটকেও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে উল্লেখ করে বজলুর রশিদ বলেন, ঢাকা শহরের অনেক মার্কেট ঝুঁকিপূর্ণ কারণ এসব মার্কেটে পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নেই।