রাষ্ট্রপতির ভাষণ ও প্রধানমন্ত্রীর প্রস্তাব উত্থাপন আজ

জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের এই বিশেষ অধিবেশন (একাদশ সংসদের ২২তম) শুরু হয়।
এর আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশন আগামী ৯ এপ্রিল পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আজ শুক্রবার সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ। এরপর সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ প্রস্তাব উত্থাপন করবেন।
সংসদ সচিবালয় জানিয়েছে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ বিকেল ৩টায় অনুষ্ঠেয় বৈঠকে স্মারক বক্তৃতা দেবেন। এরপর সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৪৭ বিধিতে সাধারণ প্রস্তাব তুলবেন। পরে দুই দিনব্যাপী সাধারণ প্রস্তাবের ওপর সংসদ সদস্যরা বক্তব্য রাখবেন। এরপর তা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত বাংলাদেশের জাতীয় সংসদ ১৯৭৩ সালের ৭ এপ্রিল আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছিল। এই হিসেবে সুবর্ণজয়ন্তী উদযাপন কর্মসূচি নেওয়া হয়েছে। এ উপলক্ষে বিশেষ অধিবেশন ছাড়াও বছরব্যাপী কর্মসূচি পালন করা হবে। আলোচনা সভা, সেমিনার, প্রদর্শনী, মেলাসহ নানা আয়োজন থাকবে। বর্তমান ও সাবেক সংসদ সদস্যদের মিলনমেলাও হতে পারে। ওই সব অনুষ্ঠানে জাতীয় সংসদের ৫০ বছরের অর্জনগুলো প্রচার করা হবে। বিশ্বের সংসদীয় ফোরামগুলোতে জাতীয় সংসদের ভূমিকাও তুলে ধরা হবে। সংসদে দেয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণগুলো দেশে-বিদেশে প্রচারের ব্যবস্থা করা হবে।