চট্টগ্রামে পাহাড়ধসে মৃত্যু ১, আহত ৩

চট্টগ্রামের আকবারশাহ এলাকায় পাহাড় ধসে খোকা (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও ৩ শ্রমিক আহত হয়েছেন।
শুক্রবার (৭ এপ্রিল) বিকেলে আকবর শাহ থানা এলাকার বেলতলি ঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আব্দুল মালেক বলেন, আমাদের টিম একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এখনো উদ্ধার অভিযান চলছে।
একই তথ্য নিশ্চিত করে চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, ৪৫ বছর খোকা নামের এক ব্যক্তিকে মেডিকেলে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান পাহাড় ধসের স্থান পরিদর্শন করেছেন।