মিশনের টাকায় মায়ের নামে পাঠাগার গড়লেন পুলিশ কর্মকর্তা

মায়ের স্বপ্ন ছিল ছেলে পড়াশোনা শেষ করে সরকারি উচ্চ পদে চাকরি করবে। অষ্টম বিসিএসে উত্তীর্ণ হয়ে আনসার উদ্দিন খান পাঠান পুলিশ প্রশাসনে সহকারি পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। কিন্তু এর অনেক আগেই মা শাহেদা খানমের মৃত্যু হয়।
মায়ের প্রতি ভালোবাসা ও তরুণ সমাজকে বইমুখী করতে শান্তি রক্ষা মিশনের প্রাপ্ত সম্মানীর টাকায় ২০১১ সালে আনসার উদ্দিন খান পাঠান ব্যক্তিগত উদ্যোগে নেত্রকোনার পূর্বধলা উপজেলার কাজলা গ্রামে নিজ বাড়ির পাশে মায়ের নামে ‘শাহেদা স্মৃতি পাঠাগার’ প্রতিষ্ঠা করেন।
প্রথম দিকে আনসার উদ্দিন খান পাঠান ও তার স্ত্রীর সংগ্রহে থাকা এক হাজার বই নিয়ে পাঠাগারটি যাত্রা শুরু করলেও এখন রয়েছে বিভিন্ন বিষয়ের পাঁচ হাজার বই।
২০১৯ সালে পাঠগারটি সরকারি তালিকাভুক্ত হয়। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯ট পর্যন্ত পাঠাগারটি খোলা থাকে। প্রতিষ্ঠার পর প্রত্যন্ত অঞ্চলে পাঠাগারটি আলো ছড়িয়ে যাচ্ছে। স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও পার্শ্ববর্তী গ্রামগুলো থেকে পাঠক আসেন এখানে বই পড়তে।
বিশেষ করে কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু দরিদ্র শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা প্রস্তুতির জন্য প্রতিদিন এই পাঠাগারে এসে বই পড়েন। এই পাঠাগারে বই পড়ে প্রস্ততি নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ ও বিসিএস সহ সরকারি -বেসরকারি চাকরি পেয়েছেন অনেকে।
পূর্বধলার পাইকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক কারিমা মোস্তফা মৌরি বলেন, এই পাঠাগারে বই পড়েই আমি চাকরির প্রস্ততি নেই। এবং নিয়োগ পরীক্ষায় অংশ নিয়ে সহকারি শিক্ষকের চাকরি পাই।
খোঁজ নিয়ে দেখা গেছে, কাজলা সড়কের পাশেই একটি আধাপাকা ঘরে পাঠাগারের কার্যক্রম চলছে। পাঠাগারের ভেতরে সেলফে থরে থরে সাজানা বিভিন্ন বিষয়ের বই। পাঠকরা সেলফ থেকে খুঁজে খুঁজে পছন্দের বই বের করে পাঠাগারে বসে পড়ছেন। এছাড়াও অনেকে আসেন এখানে বিভিন্ন দৈনিক পত্রিকা পড়তে।
পাঠাগারে পড়তে আসা মো. এখলাছ মিয়া বলেন, আমি একজন চাকরি প্রত্যাশী। বিসিএসসহ অন্যান্য চাকরি পরীক্ষায় অংশ নিতে আমি এই পাঠাগারে এসে নিয়মিত বই পড়ি। কোন বই না থাকলে আনসার চাচাকে বললে উনি সংগ্রহ করে দেন।
রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে পুলিশ সুপার পদমর্যাদায় থাকাকালীন ২০২২ সালের ৩১ অক্টোবর চাকরি থেকে অবসরে আসেন। এরপর গ্রামে এসে পাঠাগারটি সমৃদ্ধ করতে কাজ করে যাচ্ছেন তিনি।
সংবাদকর্মী তিলক রায় টুলু বলেন, আনসার ভাই কাজলা গ্রামের আলোকবর্তিকা। পুলিশের অনেক নেতিবাচক দিক নিয়ে আলোচনা হয়। কিন্তু মায়ের প্রতি ভালোবাসা জানাতে আনসার ভাই গ্রামে যে পাঠাগারটি করেছেন, এই উদ্যোগ প্রশংসনীয়।
আনসার উদ্দিন খান পাঠান বলেন, সংসারে আর্থিক অসঙ্গতি থাকার পরও মা আমাদের ছয় ভাই-বোনকে পড়াশোনা করিয়েছেন। এরমধ্যে তিন-ভাইবোন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স-মার্স্টাস করেছি। এটা মায়ের জন্যই সম্ভব হয়েছে। তাই মায়ের স্মৃতি রক্ষা ও তরুণ সমাজকে বইমুখী করতে শান্তিরক্ষা মিশন থেকে প্রাপ্ত সম্মানীর টাকায় মায়ের নামে পাঠাগারটি করেছি।