ট্রেনে ঈদযাত্রা শুরু

পবিত্র ঈদুল ফিতরের আর মাত্র পাঁচদিন বাকি। আপনজনের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে ইতিমধ্যেই ঢাকা ছাড়ছেন অনেকেই।
আজ সোমবার (১৭ এপ্রিল) থেকে ট্রেনে শুরু হচ্ছে ঈদযাত্রা। এদিন থেকেই শুরু হচ্ছে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিটের যাত্রা, এই টিকিট ১০ দিন আগে বিক্রি করা হয়।
ঈদযাত্রায় উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা ৭টি ট্রেন রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে থামবে না। ট্রেনগুলো সরাসরি কমলাপুর স্টেশনে চলে যাবে। ঈদযাত্রায় ট্রেনের শিডিউল বিপর্যয় ঠেকাতে এমন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
রেলপথ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদযাত্রা শুরুর দিন অর্থাৎ ১৭ এপ্রিল থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকাগামী একতা এক্সপ্রেস, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি ও রংপুর এক্সপ্রেস ট্রেন ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে না।
এদিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার কারণে চলাচলের অনুপযোগী হওয়ায় আজ সোমবার (১৭ এপ্রিল) ঢাকা থেকে চট্টগ্রামমুখী সোনার বাংলা এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে। ঈদে ঘরমুখী যাত্রীদের অসুবিধার কথা বিবেচনায় নতুন রেক প্রস্তুত করে বাতিল হওয়া ট্রেনটি ১৯ এপ্রিল সকাল ৮টায় ঢাকা স্টেশন থেকে ছেড়ে যাবে।
এবার ঈদুল ফিরত উপলক্ষে ১৭-৩০ এপ্রিল পর্যন্ত সব অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি করা হয়েছে। রেলওয়ের ঈদ স্পেশাল সার্ভিসে এবার ৯ জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করা হচ্ছে।
গতকাল রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, আমরা যাত্রীসেবার মান বাড়াতে চাই। কোনো হয়রানি ছাড়া যেসব যাত্রী টিকিট কেটে যাবেন তারা যেন নিরাপদে যেতে পারেন সে চেষ্টাই করে যাচ্ছি। সারাবছর রেলকে একটি সিস্টেমে আনতে চাইলেও ঈদের সময় সেটি ভেঙে পড়ে। কিন্তু এবার শতভাগ টিকিট অনলাইনে দেওয়া হয়েছে। এখন আর আগের চিত্র নেই। অতীতের যে কষ্টের অভিজ্ঞতা ছিল, সেটা যেন সামনের দিনে গল্পের মতো শোনা যায় সেই চেষ্টা করা হচ্ছে।
বিনা টিকিটে ভ্রমণে যাত্রীদের সতর্ক করে তিনি বলেন, ঈদ যাত্রায় যেন বিনা টিকিটে কেউ ভ্রমণ করতে না পারে সেজন্য কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশনে বাড়তি সতর্কতা নেয়া হয়েছে। বানানো হয়েছে অস্থায়ী বাঁশের গেট। এবার বাইরে থেকেই গেট করা হচ্ছে। যারা বিনা টিকিটে ভ্রমণ করতে চাইবেন তাদের বাইরে থেকেই আটকে দেওয়া হবে।
রেলওয়ে ঈদ স্পেশাল সার্ভিস
ঈদযাত্রায় যাত্রীদের সুবিধায় ৯ জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করবে রেলওয়ে। এগুলো হলো চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চাঁদপুর ঈদ স্পেশাল-১ ও ৩, চাঁদপুর-চট্টগ্রাম-চাঁদপুর রুটে চাঁদপুর ঈদ স্পেশাল-২ ও ৪, ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল-৬, চট্টগ্রাম-ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ময়মনসিংহ ঈদ স্পেশাল, সিলেট-চাঁদপুর-সিলেট রুটে ঈদ স্পেশাল-১০, ঢাকা-চিলাহাটি-ঢাকা রুটে ঈদ স্পেশাল ১৪ ও ১৫ এবং পঞ্চগড় রুটে ঈদ স্পেশাল-১ ও ২।
অন্যদিকে শোলাকিয়ায় ঈদের নামাজের যাত্রীদের জন্যে ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল-১১ ও শোলাকিয়া ঈদ স্পেশাল-১২ এবং ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল-১৩ ও ১৪ ট্রেন চলাচল করবে।