বঙ্গবন্ধু সেতুতে ১ দিনে ৪২ হাজার ৩৬৫ যানবাহন পারাপার

বঙ্গবন্ধু সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৪২ হাজার ৩৬৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে ২ কোটি ৮৮ লাখ ৬২ হাজার ৬৫০ টাকার টোল আদায় হয়েছে।
শুক্রবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত বুধবার (১৯ এপ্রিল) রাত ১২টা থেকে শুক্রবার (২১ এপ্রিল) রাত ১২টা পর্যন্ত উল্লেখিত টোল আদায় হয়েছে।
তিনি আরও জানান, সেতুর পূর্ব টোল প্লাজায় ২৭ হাজার ৩৫৮টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৬৮ লাখ ৪৯ হাজার ৭৫০ টাকা। পশ্চিম টোলপ্লাজায় ১৫ হাজার ৭টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ২০ লাখ ১২ হাজার ৯০০ টাকা।