বিশ্বব্যাংকের কাছে বাংলাদেশ একটি মডেল দেশ: পররাষ্ট্রমন্ত্রী

আগামী ১ মে বিশ্বব্যাংক ও বাংলাদেশের মধ্যে অংশীদারিত্বের ৫০ বছর উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
তিনি বলেন, বিশ্বব্যাংকের জন্য বাংলাদেশ একটি মডেল দেশ। আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক আছে। তারা বাংলাদেশের চিত্তাকর্ষক উন্নয়নকে তার নেতৃত্বের প্রতিশ্রুতির কারণে অন্যান্য দেশের কাছে একটি মডেল হিসেবে বর্ণনা করে।
সোমবার (২৪ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রে আমরা বিশ্বব্যাংকের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছি। অপর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর নিয়ে ‘অনিশ্চয়তা’ আছে বলে তারা কখনো শোনেননি। আমরা গুজবে কান দিই না।
মোমেন সাংবাদিকদের বলেন, আমরা আশা করছি প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর সফল ও অর্থবহ হবে।
বাংলাদেশ এবং বিশ্বব্যাংকের মধ্যে অংশীদারিত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে, বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংক যৌথভাবে চলতি বছরের ২২ জানুয়ারি ঢাকায় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
যুক্তরাষ্ট্রে অবস্থানকালে প্রধানমন্ত্রী বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। ২৯ এপ্রিল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক সৌজন্য সাক্ষাৎ করবেন।
বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের চিত্র তুলে ধরে আগামী ১ মে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের সদর দফতরে ‘রিফ্লেকশান অন ফিফটি ইয়ার্স অব বাংলাদেশ ওয়ার্ল্ড ব্যাংক পার্টনারশিপ’- শীর্ষক সেমিনারের আয়োজন করা হবে।
সেমিনারে প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ভাষণ দেবেন। অনুষ্ঠানে বাংলাদেশের উন্নয়নের যাত্রা এবং গত পাঁচ দশকে দেশে বিশ্বব্যাংকের কার্যক্রম তুলে ধরা হবে।