ঋণের দ্বিতীয় কিস্তি ছাড়ের আগে আইএমএফ প্রতিনিধিদল ঢাকায়

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এর দেওয়া ঋণের শর্তপূরণ খতিয়ে দেখতে সংস্থাটির একটি টিম বর্তমানে ঢাকায় অবস্থান করছে। আইএমএফের এই স্টাফ মিশনটি আগামী ২ মে পর্যন্ত এখানে থাকবে।
টানা আট দিনের এই সফরে মিশনটি ৪৭০ কোটি মার্কিন ডলার ঋণের শর্তপূরণের অগ্রগতি নিয়ে বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) কর্মকর্তাদের সাথে বৈঠক করবে। এরই অংশ হিসেবে গতকাল মঙ্গলবার প্রতিনিধিদলটি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক করেছে।
আইএমএফের ঋণচুক্তিতে প্রায় ৩৮টি শর্ত রয়েছে। এর মধ্যে আগামী জুন ও সেপ্টেম্বরের মধ্যে যেগুলো বাস্তবায়ন করতে হবে সেগুলোর বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনা করবে সংস্থাটি। এছাড়া ২০২৪ সালের জুনের মধ্যে যেসব শর্ত বাস্তবায়নের অঙ্গীকার করেছে সরকার, সেগুলো বাস্তবায়নের জন্য বাজেটে কী কী উদ্যোগ থাকছে, তা-ও পর্যালোচনা করে দেখবে তারা।
জানা গেছে, প্রতিনিধিদলটি মোটা দাগে দুটি শর্ত পর্যালোচনা করবে। এর একটি হচ্ছে আগামী জুনের মধ্যে রিজার্ভ ২৪ কোটি ৪০ লাখ ডলারে উন্নীত করা। এবং অন্যটি হচ্ছে আগামী অর্থবছরে কর-জিডিপি অনুপাত ০.৫ শতাংশ বাড়াতে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার বিষয়ে বিস্তারিত আলোকপাত করা।
সূত্র জানায়, সাত কিস্তিতে প্রদেয় ঋণের প্রথম কিস্তি হিসেবে চলতি বছরের গত ৩০ জানুয়ারি ৪৭ কোটি ৬২ লাখ ডলার দিয়েছে আইএমএফ। পরবর্তী দ্বিতীয় কিস্তি আগামী নভেম্বরে দেওয়ার কথা রয়েছে। ঋণের তৃতীয় ও চতুর্থ কিস্তি ছাড়ের আগে সেপ্টেম্বর ও ২০২৪ সালের এপ্রিল-মে মাসে আরো দুটি রিভিউ করবে আইএমএফ।
অর্থ মন্ত্রণালয় ও অন্যান্য সূত্রে জানা যায়, আইএমএফের সঙ্গে ধারাবাহিক বৈঠকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ঋণের প্রথম কিস্তি পাওয়ার পর আইএমএফের দেওয়া সময় নির্দিষ্ট সংস্কার প্রতিশ্রুতির কতটা এখন পর্যন্ত বাস্তবায়িত হয়েছে তা পর্যালোচনা করা হবে। একই সঙ্গে আগামী নভেম্বরে দ্বিতীয় কিস্তি পাওয়ার জন্য কতটুকু সংস্কার করতে হবে-সে বিষয়ে বিস্তারিত প্রতিবেদন তুলে ধরা হবে।
রিভিউ মিশনটি সুদের হার ব্যবস্থা বাস্তবায়নের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও সময়; বাংলাদেশ ব্যাংকের প্রাতিষ্ঠানিক স্বায়ত্তশাসন ও শাসনব্যবস্থাকে শক্তিশালী করার জন্য আইএএমএফের ২০২২ সালের সুরক্ষা মূল্যায়নের সুপারিশের অবস্থা; বিনিময় হারের গতিবিধি; কার্ব মার্কেট; বিনিময় হার নীতি; বৈদেশিক ঋণ ছাড়ের তথ্য; সাম্প্রতিক বাণিজ্যিক পারফরম্যান্স; এফডিআই প্রক্ষেপণ; জাতীয় সঞ্চয়পত্র সংস্কার ইত্যাদি খতিয়ে দেখবে।
এছাড়া রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর কর্মক্ষমতার অবস্থা এবং নন-পারফর্মিং লোন ও রি-ক্যাপিটালাইজেশন, তারল্য ও বৈদেশিক মুদ্রার ঘাটতির পাশাপাশি ঋণকার্যক্রম মোকাবিলার পরিকল্পনা ইত্যাদি বিষয় এবং বাংলাদেশ ব্যাংক প্রকাশিত অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্টে ব্যাংকগুলোর পুনঃতফসিল করা ঋণ এবং নন-পারফর্মিং লোনের তথ্য পৃথকভাবে তুলে ধরার শর্ত দিয়েছে আইএমএফ। এ শর্ত পূরণে বাংলাদেশ ব্যাংক কী করছে, তা যাচাই করবে আইএমএফ।
অন্যান্যের মধ্যে ঢাকায় সপ্তাহব্যাপী সফরকালে আইএমএফের প্রতিনিধিদলটি অর্থনীতিতে জ্বালানির মূল্য বৃদ্ধির দ্বিতীয় পর্যায়ের প্রভাব পর্যালোচনা করবে এবং সরকারের চাহিদা ব্যবস্থাপনার পদক্ষেপের ফলে জ্বালানি আমদানি কতটা কমেছে, তা-ও পর্যালোচনা করবে।
একটি সূত্র জানিয়েছে, আইএমএফ মিশনকে আশ্বস্ত করা হবে, আগামী ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেটে কর-জিডিপি অনুপাত প্রতিশ্রুত পর্যায়ে পৌঁছানোর জন্য এনবিআর-এর তৈরি করা বিশদ কর্মপরিকল্পনার বেশির ভাগের প্রতিফলন থাকবে। আগামী অর্থবছরে কিভাবে আয়কর, মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং শুল্ক থেকে অতিরিক্ত ১৬ হাজার কোটি টাকা রাজস্ব আয় করা যাবে
অন্যদিকে, রফতানি উন্নয়ন তহবিলের আকার কমানো এবং বিশ্বব্যাংক, এডিবি, এআইআইবি ও জাইকার মতো উন্নয়ন সহযোগীদের কাছ থেকে জুনের মধ্যে প্রত্যাশিত ২০০ কোটি ডলার প্রাপ্তি কিভাবে নিট রিজার্ভ পুনরুদ্ধারে সহায়তা করবে- সে সম্পর্কে গতকাল কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বৈঠকের সময় অবহিত করা হয়েছে।
সূত্র জানায়, আইএমএফের শর্ত পরিপালনের জন্য সামাজিক নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্যের মতো খাতগুলোতে সরকারি ব্যয় বাড়াতে সার ও বিদ্যুতের দাম বাড়ানো এবং বিশ্ববাজারের সঙ্গে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করে ভর্তুকি কমানোর জন্য অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে। সামগ্রিক ভর্তুকি আইএমএফ-নির্ধারিত সীমায় আটকে রাখতে সরকার ইতোমধ্যে সারের দাম বাড়িয়েছে। বিদ্যুতের দামও দুই দফা বাড়ানো হয়। জ্বালানি তেলের দাম আগামী সেপ্টেম্বর থেকেই তিন মাস পরপর আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে সমন্বয় করা হবে। চলতি অর্থবছরের তুলনায় আগামী অর্থবছরে নিট ভর্তুকির পরিমাণও কমিয়ে আনবে অর্থ মন্ত্রণালয়। ফলে আগামীতে ঋণের বাদবাকি কিস্তি পেতে কোনো অসুবিধা হবে না মনে করছে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
জানা গেছে, মঙ্গলবার ঢাকায় সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। বৈঠক বাংলাদেশ ব্যাংক গভর্নর আব্দুর রউফ তালুকদার ও বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইএমএফ-এর কাছ থেকে ঋণ পাওয়ার শর্ত হিসেবে এখনই রিজার্ভ গণনা আন্তর্জাতিক পদ্ধতিতে করা হচ্ছে না। জুনের পর এ পদ্ধতি অনুসরণ করা হবে। অন্যান্য শর্তগুলো পরিপালনে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।