প্রকাশিত : ৯ মে, ২০২৩ ২১:৪৭

টিসিবির জন্য তেল-চিনি কিনছে সরকার

অনলাইন ডেস্ক
টিসিবির জন্য তেল-চিনি কিনছে সরকার

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য সাড়ে ১২ হাজার মেট্রিক টন চিনি ও এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনাসহ আট প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট ব্যয় হবে ২১৫ কোটি ১০ লাখ ১০ হাজার টাকা।

মঙ্গলবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে কমিটির বৈঠকে প্রস্তাবগুলোতে অনুমোদন দেওয়া হয়। 

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সংক্ষিপ্ত ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, টিসিবির জন্য ১২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি সংগ্রহের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। স্মার্ট মেট্রিক্স প্রাইভেট লিমিটেড, সিঙ্গাপুর (স্থানীয় এজেন্ট: মার্ক লাইন এন্টারপ্রাইজ, ঢাকা) চিনি সরবরাহ করবে। 

পাশাপাশি ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল সরবরাহের একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। এসব তেল সরবরাহ করবে এইচএইচ এন্টারপ্রাইজ। 

১৪৮ কোটি ৩০ লাখ ২০ হাজার টাকার সয়াবিন তেল এবং ৬৬ কোটি ৭৯ লাখ ৯০ হাজার টাকার চিনি কেনা হবে। প্রতি কেজি চিনি ৮২ টাকা ৯৪ পয়সা এবং প্রতি লিটার সয়াবিন তেল ১৪৬ টাকা ১০ পয়সা দামে কেনা হচ্ছে।

উপরে